ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিশ্রমের প্রতিদান পেয়েছেন তামিম

প্রকাশিত: ০৬:৫৯, ৩০ জুলাই ২০১৮

 পরিশ্রমের প্রতিদান পেয়েছেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ তিনটি ওয়ানডের তিনটিতেই নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩০ রান করেন। দ্বিতীয় ওয়ানডেতে করেন ৫৪ রান। আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছেন। তাতে রেকর্ড গড়েছেন তামিম। তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম। এর আগে ড্যারেন লেম্যান ২০৫ রান করেছিলেন। সেটি তৃতীয় ওয়ানডেতে টপকে গেছেন তামিম। রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার পর তামিম এমন নৈপুণ্যকে পরিশ্রমের প্রতিদান হিসেবেই দেখছেন। বলেছেন, ‘আমার পরিশ্রমের প্রতিদান পেয়েছি।’ সঙ্গে যোগ করেন, ‘টেস্ট সিরিজে খুব একটা সফল হতে পারিনি। শুধু আমি না, দলের অনেকেই সেভাবে সাফল্য পায়নি এবার। তবে সবাই অনেক পরিশ্রম করেছে। যারা রান করছে, তারা যেমন পরিশ্রম করেছে। যারা করেনি তারাও অনেক কষ্ট করেছে। ওই কষ্ট করার মধ্যে আমিও ছিলাম। চেষ্টা করেছি নিজের খেলাটা কিভাবে উন্নতি করা যায়।’ প্রথম ও শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন। দলও জিতেছে। ম্যাচ সেরাও হয়েছেন। হয়েছেন সিরিজের সেরাও। ওয়েস্ট ইন্ডিজের এবার ওয়ানডে সিরিজটি তামিমময় হয়ে গেছে। রান করে যেমন, তেমনি আলোচনার জন্ম দিয়েছে তার ব্যাটিংয়ের ধরন। তবে তামিম তৃপ্তি পেয়েছেন। দলের চাওয়া অনুযায়ী যে খেলতে পেরেছেন। তামিম বলেছেন, ‘আমি যা করতে চেয়েছি এবং আমার দল আমার কাছে যা চেয়েছে তা হলো লম্বা সময় ব্যাট করা। এটাই ছিল পরিকল্পনা। আমি সেটা সফলভাবে করতে পেরেছি। ভাল লেগেছে।’ সঙ্গে যোগ করেন, ‘গায়ানার উইকেট খুব সহজ ছিল না। টার্ন করছিল। প্রথম ম্যাচে সিমিংও ছিল। ধৈর্য রাখতেই হতো। সেটা করতে পেরেছি বলেই বড় ইনিংস খেলতে পেরেছি।’ ওয়ানডে ক্যারিয়ারে ১১টি সেঞ্চুরি করেছেন তামিম। দল ৮টি ম্যাচেই জিতেছে। তামিম বলেছেন, ‘সবসময় বলেছি যে যখন দল জেতে এবং তাতে রান করি, এটা হলো সবচেয়ে সেরা অনুভূতি। তিনটি ম্যাচেই যে ধৈর্য নিয়ে আমি খেলতে পেরেছি, কঠোর পরিশ্রমের ফল পেয়েছি।’ দ্বিতীয় ওয়ানডেতে দল জয়ের কাছে গিয়ে হেরেছে। তাতে মনে হয়েছে আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে। কিন্তু দলের ক্রিকেটাররা বিশ্বাস হারাননি। তাতেই ফল মিলেছে। তামিম যেমন বলেছেন, ‘অনেক অনেক তৃপ্তিদায়ক জয়। দীর্ঘদিন পর আমরা প্রথম সিরিজ জিতলাম। আমরা অনেক উচ্চাশা নিয়ে এসেছিলাম টেস্ট সিরিজেও। যেভাবে টেস্টে খেলেছি আমরা, তারপর খুবই জরুরী ছিল যেন ওয়ানডে সিরিজটি ভাল খেলি। প্রথম ওয়ানডেতে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দ্বিতীয় ওয়ানডেও আমাদের জেতা উচিত ছিল। তবে ওই হারের পর কেউ বিশ্বাস হারাইনি। সবাই বিশ্বাস করেছে যে শেষ ম্যাচে আমরা জিততে পারি।’ তামিম অনেক কষ্ট করেছেন। পরিশ্রম করেছেন। এমনকি পুরো ফিট না থেকেও খেলতে নেমেছেন। তাতেও দমে যাননি। চোট নিয়ে খেলেছেন তৃতীয় ওয়ানডেটা। অসহনীয় ব্যথা সয়ে করেছেন সেঞ্চুরি। তামিম জানান, ‘ছোট মাঠ। ওদের পক্ষে যাওয়ার সুযোগ ছিল। তাদের সবাই পাওয়ার হিটার। এসব চিন্তা করে আমার কাছে মনে হয়, সিরিজটা আমাদের অনেক বড় সাফল্য।’
×