ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিএনজিতে চাঁদাবাজির অভিযোগে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ জুলাই ২০১৮

 সিএনজিতে চাঁদাবাজির  অভিযোগে সড়ক  অবরোধ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৯ জুলাই ॥ রাজধানীর পোস্তগেলায় চীন মৈত্রী সেতুর পাদদেশে প্রতি সিএনজি থেকে দৈনিক ৩০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেরানীগঞ্জের প্রায় ৩ হাজার সিএনজি থেকে এই হারে চাঁদা আদায় করছে একদল লোক। গত প্রায় ৬ মাস যাবত প্রকাশ্যেই চলছে এ চাঁদাবাজি। আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। শেষে বাধ্য হয়ে রবিবার সকালে কয়েক শ’ সিএনজি চালক কেরানীগঞ্জের ইকুরিয়া সড়ক অবরোধ করে চাঁদাবাজির প্রতিবাদ জানান। এতে সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবার আশ্বাস দিলে সিএনজি চালকরা অবরোধ তুলে নেয়। ঢাকা জেলা ফোরস্ট্রোক অটোরিক্সা সিএনজি ড্রাইভার ইউনিয়নের সভাপতি আফজাল জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম দিয়ে কিছু লোক ৬ মাস ধরে সিএনজি চালকদের কাছ থেকে দৈনিক ৩০ টাকা করে চাঁদা আদায় করছে। কেরানীগঞ্জ থেকে প্রতিদিন কয়েক হাজার সিএনজি সেতু পাড়ি দিয়ে পোস্তগোলায় যায় যাত্রী নিয়ে। এসব গাড়ির চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হয়। কেউ টাকা দিতে রাজি না হলে মারধর, গাড়ি ভাংচুর, ট্রাফিক পুলিশ দিয়ে হয়রানি করা হয়। এ বিষয়ে বিভিন্ন জায়গায় র‌্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ দিলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। তাই বাধ্য হয়ে এর প্রতিবাদে আমরা গাড়ি চালানো বন্ধ রেখে রাস্তায় নেমেছি।
×