ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএফএমসি সাংস্কৃতিক প্রতিযোগিতা, মেডি কার্নিভ্যাল ও ফটোগ্রাফি প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৬:৫৫, ৩০ জুলাই ২০১৮

  এএফএমসি সাংস্কৃতিক  প্রতিযোগিতা, মেডি কার্নিভ্যাল ও ফটোগ্রাফি প্রদর্শনী শুরু

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একমাত্র সরকারী মেডিক্যাল কলেজ- যার কোর্স কারিকুলাম দেশের অন্যান্য মেডিক্যাল কলেজের ন্যায় বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত। ২৯ জুলাই সপ্তাহব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, মেডি কার্নিভ্যাল ও ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজনের শুভ উদ্বোধন করেন কলেজের অবস এ্যান্ড গাইনী বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল সুরাইয়া বেগম। কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ ফসিউর রহমান আগামী ২ আগস্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এ কলেজে অধ্যয়নরত ক্যাডেটদের সঠিক মানসিক বিকাশ ও সৃষ্টিশীল চেতনার উন্মেষ ঘটাতে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মেডি কার্নিভ্যাল, ফটোগ্রাফি প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ কলেজে অদ্যাবধি ২০টি ব্যাচ এ ৮২ জন বিদেশী ক্যাডেটসহ মোট ১৭৩৭ জন ক্যাডেট ভর্তি হয়েছে। ইতোমধ্যে প্রথম ১৫টি ব্যাচে ১০৫২ জন ক্যাডেট এমবিবিএস কোর্স সম্পন্ন করেছে। -আইএসপিআর
×