ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদার দুর্নীতি মামলার শুনানি আজও

প্রকাশিত: ০৬:৫৩, ৩০ জুলাই ২০১৮

  খালেদার দুর্নীতি  মামলার  শুনানি আজও

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দন্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপীল শুনানি অব্যাহত রয়েছে। আজ সোমবার আবার শুনানির জন্য দিন ধার্য রয়েছে। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার আপীল নিষ্পত্তিতে বেধে দেয়া (৩১ জুলাই পর্যন্ত) সময় বাড়ানোর রিভিউ আবেদনের শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হবে। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। এদিকে কুমিল্লায় চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রলবোমার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এক মামলায় হাইকোর্টে আবারও জামিন আবেদন করা হয়েছে। দন্ডের বিরুদ্ধে খালেদা জিযার আপীল শুনানি আজ সোমবার পুনরায় অনুষ্ঠিত হবে। রবিবার আপীল আবেদনের শুনানি না করে মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত বুধবার শুনানির পর রবিবার পর্যন্ত মুলতবি করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় কারাদ-প্রাপ্ত খালেদা জিয়ার জামিন আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। আদালতে খালেদার পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুর রেজাক খান ও এজে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম। মামলায় বিচারিক আদালতের রায়ের পাঁচ মাসের মাথায় গত ১২ জুলাই হাইকোর্টে করা এ আপীলের ওপর শুনানি শুরু হয়। এই মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদ- ও অর্থদ- দিয়ে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। সময় বাড়ানোর রিভিউ শুনানি আজ ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদ-প্রাপ্ত বেগম খালেদা জিয়ার আপীল নিষ্পত্তিতে বেধে দেয়া (৩১ জুলাই পর্যন্ত) সময় বাড়ানোর রিভিউ আবেদনের শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হবে। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনর নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ দিন ধার্য করেছেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। কুমিল্লার মামলায় খালেদার জামিন আবেদন ॥ কুমিল্লায় চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোলবোমার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে দায়ের করা এক মামলায় হাইকোর্টে আবারও জামিন আবেদন করা হয়েছে। রবিবার খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ জামিন আবেদন করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস.এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী একে এম এহসানুর রহমান।
×