ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা নিরসনে দিনাজপুর পৌর ভবন ঘেরাও

প্রকাশিত: ০৬:৪৯, ৩০ জুলাই ২০১৮

 জলাবদ্ধতা নিরসনে  দিনাজপুর পৌর  ভবন ঘেরাও

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জলাবদ্ধতা নিরসনে রাস্তা ও ড্রেনের সংস্কার না হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী দিনাজপুর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। এ সময় পৌর মেয়রকে অবরুদ্ধ করা হয়। রবিবার সকালে দিনাজপুর পৌরসভার ১ ও ৪ নং ওয়ার্ডের বিক্ষুব্ধ পৌরবাসী দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে রাস্তা ও ড্রেনের সংস্কার না হওয়ায় পৌর ভবন ঘেরাও করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। ‘অবহেলা আর নয়, জনদুর্ভোগ নিরসন চাই’ সেøাগানে ২টি ওয়ার্ডের গোলাপবাগ, লেবুর মোড়, পিটিআই মোড়, মদিনা মসজিদ মোড় পর্যন্ত রাস্তা ও ড্রেনের সংস্কার দাবিতে পৌর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এর আগে মিছিলকারীরা পৌরসভা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা।
×