ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে বৈজ্ঞানিক সেমিনার

প্রকাশিত: ০৬:৪৮, ৩০ জুলাই ২০১৮

  যশোরে বৈজ্ঞানিক  সেমিনার

সম্প্রতি ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, যশোর এর প্রায় দেড় শতাধিক চিকিৎসকদের নিয়ে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, যশোর ও ঢাকার ইউনাইটেড হসপিটালের যৌথ উদ্যোগে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, যশোরের মিলনায়তনে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘রিসেন্ট এ্যাডভান্সসেস ইন অনকোলজি’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড হসপিটালের চীফ কমিউনিকেশন এ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডাঃ শাগুফা আনোয়ার। সেমিনারে ইউনাইটেড হসপিটালের রেডিয়েশন অনকোলজি বিভাগের কনসাল্টেন্ট ডাঃ সৌমেন বসু আধুনিক প্রযুক্তিগত উৎকর্ষে জটিল রোগ নির্ণয়ে এবং রোগ নিরাময়ে রেডিয়েশন অনকোলজির প্রযুক্তিগত ও অত্যাধুনিক প্রয়োগ তুলে ধরেন এবং ইউনাইটেড হসপিটালের যুগান্তকারী ও অত্যাধুনিক সুব্যবস্থা সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, যশোরের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল কালাম আজাদ সেমিনারের চেয়ায়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান অতিথি ছিলেন ডাঃ মোঃ গিয়াসউদ্দিন, অধ্যক্ষ যশোর মেডিক্যাল কলেজ, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ডাঃ একেএম কামরুল ইসলাম বেনু। -বিজ্ঞপ্তি।
×