ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেঘনায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি ॥ একজনের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৪৭, ৩০ জুলাই ২০১৮

 মেঘনায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি ॥ একজনের  লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ২৯ জুলাই ॥ চরফ্যাশনের মেঘনা ও সাগর মোহনায় শনিবার রাতে ঝড়ের কবলে পড়ে ৪৫ জেলেসহ তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ৪৩ জেলেকে উদ্ধার করা গেলেও দুই জেলে নিখোঁজ ছিল। রবিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার আটকপাট এলাকার নিকটবর্তী মেঘনা থেকে নিখোঁজ জেলে নাগরের (৩২) লাশ উদ্ধার করেছেন শশীভূষণ থানা পুলিশ। নিহত নাগর উপজেলার জাহানপুর গ্রামের শাহজল মাঝির ছেলে। শশীভূষণ ও দক্ষিণ আইচা থানা পুলিশ জানায়, মেঘনা ও সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে শনিবার রাতে বাচ্চু শিকদার ও মোস্তফা মাঝির দুটি ট্রলার ৩০ জেলেসহ ডুবে যায়। অন্য ট্রলারের সহায়তায় জেলেরা উদ্ধার হয়। তবে ট্রলার দুটি উদ্ধার হয়নি। ট্রলার মালিক বাচ্চু শিকদারের বাড়ি উপজেলার জনতাবাজার ও মোস্তফা মাঝির বাড়ি ঢালচর। একই রাতে উপজেলার চর হাসিনা নামক স্থানের নিকটবর্তী মেঘনায় ইব্রাহীম মাঝির একটি ট্রলার ১৫ জেলেসহ ডুবে যায়। ওই ট্রলারের ১৩ মাঝিমাল্লা উদ্ধার হলেও নাগর (৩২) ও রাশেদুল ইসলাম (১৪) নিখোঁজ ছিল। রবিবার বিকেলে আটকপার্টের নিকটবর্তী মেঘনায় নাগরের লাশ পাওয়া গেছে। নিখোঁজ রাশেদ উপজেলার জাহানপুর গ্রামের কুট্রি মাঝির ছেলে।
×