ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনায় বিশ্ব বাঘ দিবস পালন

প্রকাশিত: ০৬:৪৭, ৩০ জুলাই ২০১৮

  খুলনায় বিশ্ব বাঘ দিবস পালন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘বাঘ বাঁচাই, বাঁচাই বন, রক্ষা করি সুন্দরবন’ সেøাগানে রবিবার খুলনায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বন অধিদফতরের আয়োজনে সকালে শহীদ হাদিস পার্ক হতে নগরীতে র‌্যালি বের করা হয়। পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, নয়নাভিরাম লীলাভূমি সুন্দরবন। এ বনকে রক্ষা করতে হলে অবশ্যই বাঘকে রক্ষা করতে হবে। সরকার বাঘ রক্ষায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম। মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক ড. এম. এ আজিজ। অনুষ্ঠানে ‘বাংলাদেশ টাইগার এ্যাকশন প্ল্যান ২০১৮-২০২৭’ এর মোড়ক উম্মোচন করা হয়।
×