ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে বৃদ্ধের দু’পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

প্রকাশিত: ০৬:৪৭, ৩০ জুলাই ২০১৮

 আমতলীতে বৃদ্ধের   দু’পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৯ জুলাই ॥ জুয়া খেলায় প্রতিবাদ করায় বৃদ্ধ মোঃ শাহজাহান গাজীকে পিটিয়ে দু’পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে শনিবার সন্ধ্যায়। রাতে বৃদ্ধকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জানা গেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামে জুয়েল গাজী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে আসছিল। এতে ওই এলাকায় চুরি, হাইজ্যাকসহ অনৈতিক কাজ কর্ম বৃদ্ধি পায়। শুক্রবার সকালে জুয়েল গাজীর নেতৃত্বে ৮/১০ যুবক নাচনাপাড়া সেতুসংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে জুয়া খেলার আসর বসায়। এতে বাধা দেয় বৃদ্ধ শাহজাহান গাজী। এ সময় শাহজাহান গাজী ও জুয়ারি জুয়েল গাজীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খেলা প হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয় জুয়েল গাজী ও তার সহযোগীরা। শনিবার সন্ধ্যায় বৃদ্ধ শাহজাহান গাজী নাচনাপাড়া সেতুর ওপরে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে জুয়েল গাজী লোহার রড দিয়ে বৃদ্ধকে পিটিয়ে দু’পা ভেঙ্গে দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পরপর সন্ত্রাসী জুয়েল ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বৃদ্ধ শাহজাহান গাজী শরীরের যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার দু’পায়ে ব্যান্ডেজ রয়েছে। আহত শাহজাহান গাজী জানান, জুয়া খেলার প্রতিবাদ করায় জুয়েল গাজী ও তার সহযোগীরা আমাকে পিটিয়ে দু’পা ভেঙ্গে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
×