ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফুলবাড়িয়ায় পুকুরে ডুবে দুই ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৬, ৩০ জুলাই ২০১৮

ফুলবাড়িয়ায় পুকুরে ডুবে দুই  ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফুলবাড়িয়া উপজেলার কালাদহ পাটিরা গ্রামে রবিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গেছে দুই স্কুলছাত্র। এরা হচ্ছে স্থানীয় কালাদহ পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আরাফাত (৬) ও সিজার (৭)। স্কুল ছুটির পর বৃষ্টির সময় গোসল করার জন্য পুকুরে নামতে গেলে পা পিছলে এই ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী জানায়, রবিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর দুই বন্ধু একত্রে বাড়ির পাশের সফি মোল্লার মৎস্য খামারের পুকুরে গোসল করতে গেলে পা পিছলে পুকুরে তলিয়ে যায়। বৃষ্টির পর মৎস্য খামারের মালিক দুই শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। . ঈশ্বরদী স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, রবিবার দুপুরে ঈশ্বরদীর ভেলুপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো ভেলুপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে তুলি (১২) ও একই গ্রামের সাইফুলের মেয়ে সাদিয়া (১৩)। তুলি প্রথমে পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে যায়। টের পেয়ে সাদিয়া তাকে উদ্ধার করতে পুকুরের পানিতে ঝাঁপ দেয়। পরে দু’জনেরই মৃত্যু হয়। . মাগুরা নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, নবগঙ্গা নদীর পানিতে ডুবে অন্ত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । সে মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে। জানা গেছে, শিশু অন্ত শনিবার বিকালে খেলা করার সময় নবগঙ্গা নদীর পানিতে তলিয়ে যায়। রবিবার বেলা ১১টার দিকে মাগুরা সদর উপজেলার বরুনাতৈল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। . নড়াইল নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় পানিতে ডুবে আসিফ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, পৌরসভার দুর্গাপুর এলাকার বাসিন্দা বদরুল ইসলাম বকুলের তিন বছর বয়সী ছেলে আসিফ পরিবারের সদস্যদের অজান্তে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
×