ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশিত: ০৬:৪৫, ৩০ জুলাই ২০১৮

   পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৯ জুলাই ॥ উপজেলার কচুরি গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। শনিবার গভীর রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জানা যায়, সিংরইল ইউনিয়নের কচুরি গ্রামে মাছ চাষী ওয়াসিম উদ্দিন। প্রতিদিনের মতো রবিবার সকালে পুকুর পাড়ে এসে দেখতে পান মাছ মরে ভেসে উঠছে। পরে এলাকার লোকজনকে ঘটনাটি অবহিত করেন। ওয়াসিম এক একর ২০ শতক জমিতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। পুকুরে মিশ্রজাতের দেশী মাছের পোনা ছেড়েছিলেন। একটি ব্যাংক থেকে দেড় লাখ টাকা ঋণ গ্রহণ করে পুকুরে বিনিয়োগ ও বিভিন্ন দোকান থেকে বাকিতে প্রায় চার লাখ টাকার খাবার এনে মাছকে খাইয়েছেন। কয়েক দিনের মধ্যে মাছ বিক্রি করার কথা ছিল। বিক্রির মূল্য হতো প্রায় ৫ লাখ টাকার কাছাকাছি। স্বপ্ন ছিল মাছ বিক্রি করে ঋণ ও খাবারের দোকানের বকেয়া টাকা পরিশোধ করে আরও বড় পরিসরে মাছ চাষের উদ্যোগ নেবেন।
×