ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবজির কেজি ২ টাকা

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ জুলাই ২০১৮

  সবজির কেজি ২ টাকা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সবজির কেজি মাত্র ২ টাকা। এর পরেও ক্রেতা নেই বাজারে। এ পরিস্থিতেতে চিতলমারীতে শত শত সবজি চাষি বিপাকে পড়েছেন। হাজার টাকা দরের সবজির মণ এখন ৮০ থেকে এক শ’ টাকায় বিক্রি হচ্ছে। ফলে চাষিরা লোকসানের মুখে পড়ে হাপিত্যেশ করছেন। জানা গেছে, উপজেলার বড়বাড়িয়া, কলাতলা, হিজলা, শিবপুর, চিতলমারী সদর, চরবানিয়ারী ও সন্তোষপুর ইউনিয়নের অধিকাংশ চিংড়ি ঘেরের পাড়ে ও আবাদি-অনাবাদি জমিতে ব্যাপকভাবে সবজির আবাদ করা হয়েছে। এলাকার নারী-পুরুষ সকলে রাত-দিন সমান তালে সবজি ক্ষেতে কাজ করছেন। এটিই এখন এলাকায় চাষিদের একমাত্র অবলম্বন।
×