ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে অজ্ঞান করে মাল লুট

প্রকাশিত: ০৬:৪২, ৩০ জুলাই ২০১৮

 মোরেলগঞ্জে অজ্ঞান করে মাল লুট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে একটি পরিবারের সকলকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৪ লাখ টাকার মাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ২ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের মাস্টার মজিবর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমানের স্ত্রী রেনু বেগম (৬৫), ছেলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী জাহিদুর রহমান মামুন (৪৫) ও মামুনের স্ত্রী শারমীনকে বেগম (৩৮) রবিবার সকালে প্রতিবেশীরা উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। . কচুয়া নিজস্ব সংবাদদাতা কচুয়া চাঁদপুর থেকে জানান, কচুয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পরে এক পরিবারের ৩ জন হাসপাতালে স্বর্ণলঙঙ্কার, টিভি, ল্যাপটপসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। রবিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের প্রবাসী আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাতে প্রবাসী আবুল কালামের স্ত্রী নাছরিন বেগম তার দুই ছেলে ও ১ মেয়েসহ রাতের খাবারের পর ঘুমিয়ে পরে। রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার স্কুল পড়ুয়া দুই ছেলে নাহিম (১৭), নাদিম (১২) ও মেয়ে নাদিয়া (১৫) অচেতন অবস্থায় পড়ে আছে। পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সহযোগিতায় সকালে তিনজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রবাসীর স্ত্রী নাছরিন বেগম জানান রাতে ঘুমিয়ে পরার পর কলাপসিবল গেট ভেঙ্গে ভেতরে ঢুকে মালামাল নিয়ে গেছে।
×