ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্থসাউথ ভার্সিটির ছাত্র

প্রকাশিত: ০৬:৪০, ৩০ জুলাই ২০১৮

নর্থসাউথ ভার্সিটির ছাত্র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র সাইদুর রহমান পায়েলের খুনী হানিফ পরিবহনের চালক ও সহকারীর ফাঁসি এবং নিরাপদ সড়কের দাবিতে রবিবার চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। দুপুরে স্কুলসংলগ্ন সড়কে এই কর্মসূচী পালিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে ছাত্রলীগ, প্রজন্ম বাংলাদেশ, বাংলাদেশ রিফ্রেশসহ বিভিন্ন সামাজিক সংগঠন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গত ২১ জুলাই রাতে হানিফ পরিবহনের বাসে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নির্মমভাবে খুন করা হয় পায়েলকে। হানিফ এন্টারপ্রাইজের চালক, সহকারী ও সুপারভাইজার এ হত্যাকা- ঘটিয়েছে। ভার্সিটির ছাত্র পায়েলকে খুনের পর মরদেহ ফেলে দেয়া হয় নদীতে। ঘটনার ৯ দিন অতিবাহিত হওয়ার পরও ওই পরিবহনের পক্ষ থেকে কোন সমবেদনা পর্যন্ত জ্ঞাপন করা হয়নি। তারা নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জিয়াউল হায়দার হেনরি, সহকারী শিক্ষক আখতার হোসাইন, পায়েলের বাবা গোলাম মাওলা, মামা গোলাম সোহরাওয়ার্দী বিপ্লব, ফাহাদ চৌধুরী দীপু, পায়েলের বড় ভাই গোলাম মোস্তফা পলাশ, সন্দ্বীপ এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান শিবলু, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার সুমন, সুফিয়ান সোহাগ, মহিউদ্দিন তূর্য প্রমুখ।
×