ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারী যাত্রীর শ্লীলতাহানি

চট্টগ্রামে ‘পাঠাও’ চালক গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩৯, ৩০ জুলাই ২০১৮

চট্টগ্রামে ‘পাঠাও’ চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নারী যাত্রীর শ্লীলতাহানি এবং ধর্ষণচেষ্টার অভিযোগে ‘পাঠাও’ সার্ভিসের এক চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি বেপারিপাড়া এলাকায়। রবিবার সকালে চট্টগ্রাম বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন এলাকা থেকে ৩৬ হাজার ইয়াবাসহ এক তেলবাহী ট্যাংকার চালককে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, পাঠাও পরিবহনের কারচালক মিজানুর রহমান বসবাস করেন চট্টগ্রাম নগরীর নিউমুরিং আবাসিক এলাকায়। মঙ্গলবার এক নারী যাত্রী পাঠাও এ্যাপসের মাধ্যমে কার সার্ভিস নেন। চালক মিজান বন্দরটিলা এলাকা থেকে এ যাত্রীকে নিয়ে মেডিক্যাল কলেজের দিকে রওনা দেন। কিন্তু বৃষ্টি পড়ায় রাস্তায় জ্যাম ছিল। আর এই জ্যামের অজুহাতে সে যাত্রীকে মেডিক্যালের দিকে না নিয়ে পাহাড়তলী টোল রোডে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর প্রশ্রাব করার নাম করে গাড়ির সামনের আসন থেকে নেমে পড়ে চালক। নেমেই সে পেছনের দরজা খুলে নারী যাত্রীর সিটে ঢুকে পড়ে। এরপর তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে।
×