ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইহুদী জাতিরাষ্ট্র আইনের প্রতিবাদে নেসেট এমপির পদত্যাগ

প্রকাশিত: ০৬:৩৭, ৩০ জুলাই ২০১৮

   ইহুদী জাতিরাষ্ট্র আইনের প্রতিবাদে নেসেট এমপির পদত্যাগ

বিতর্কিত ইহুদী জাতিরাষ্ট্র আইন পাসের প্রতিবাদে ইসরাইলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন এক আরব পার্লামেন্ট সদস্য। ওই আইনে ইসরাইলকে কেবল ইহুদীদের জন্যই বিশেষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে অন্য সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা হয়েছে দাবি করে ৬৭ বছর বয়সী জুহের বহুলুল নেসেট (পার্লামেন্ট) থেকে পদত্যাগ করেন। আইন পাস করার মাধ্যমে ইসরাইলের পার্লামেন্ট ‘বর্ণবাদী’ ও ‘ধ্বংসাত্মক’ আচরণ করেছে বলেও মন্তব্য তার। ইহুদী জাতিরাষ্ট্র আইনে ইসরাইলের আনুষ্ঠানিক ভাষা হিসেবে আরবীর মর্যাদাও কমানো হয়েছে। জাতীয় স্বার্থে ইহুদীদের বসতিস্থাপন বাড়ানোর কথাও বলা হয়েছে। এছাড়া ইসরাইলের রাজধানী হিসেবে ‘সম্পূর্ণ ও একত্রিত’ জেরুজালেমকে স্বীকৃতি দেয়া হয়েছে। ‘ইসরাইলের আরব জনগোষ্ঠীকে সমতার পথ থেকে সরিয়ে দিয়েছে এ আইন,’ ইসরাইলের টিভি নেটওয়ার্ক রেশেত-কে এমনটাই বলেন বাহুলুল। সপ্তাহ দেড়েক আগে পাস হওয়া বিতর্কিত ওই জাতিরাষ্ট্র আইন নিয়ে ইসরাইলের আরব জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। নেসেটের আরব সদস্যদের আইনটির প্রতিলিপি ছিড়ে ফেলতে দেখা গেছে। -বিবিসি
×