ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমান তৈরিতে আন্তোনভ ও বোয়িংয়ের মধ্যে চুক্তি

প্রকাশিত: ০৫:৪১, ৩০ জুলাই ২০১৮

 বিমান তৈরিতে আন্তোনভ ও বোয়িংয়ের মধ্যে চুক্তি

বিশ্বের যাত্রীবাহী বড় আকারের বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইউক্রেনের আন্তোনভ ২০১৯ সালের শেষ নাগাদ পুরোদমে বিমান তৈরির কাজ শুরু করতে চায়। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের এভেইল ইউনিটের সঙ্গে বছরে ৮ টি বিমান নির্মাণের চুক্তিতে আসার পর এ সিদ্ধান্ত নেয় আন্তোনভ কর্তৃপক্ষ। ২০১৯ সালের মধ্যে ৩টি বিমান তৈরি এবং সরবরাহের কথা রয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়ার প্রতি নির্ভরশীলতা থাকছে না প্রতিষ্ঠানটির। বিমান তৈরির জন্য ৬০ শতাংশ যন্ত্রপাতিই রাশিয়া থেকে আমদানি করতে হতো আন্তোনভ কর্তৃপক্ষের। এ কারণে থেমে থেমে চলছিল এ প্রতিষ্ঠানের কাজ। এখন এ যন্ত্রপাতি বোয়িংয়ের কাছ থেকে আমদানি করবে তারা। এভেইল কর্তৃপক্ষ জানায়, নবেম্বরেই কয়েক শ’ কোটি ডলারের ওয়্যারহাউজ স্থাপন করা হবে ইউক্রেনে। তবে এখন রাশিয়াই আন্তোনভের বৃহত্তম বিমানের ক্রেতা দেশ। -অর্থনৈতিক রিপোর্টার
×