ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়াটিক সোসাইটির আর্ট গ্যালারিতে টেরাকোটা কর্মশালা

প্রকাশিত: ০৫:৩৬, ৩০ জুলাই ২০১৮

  এশিয়াটিক সোসাইটির আর্ট গ্যালারিতে টেরাকোটা কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের হারিয়ে যাওয়া শিল্প ও সংস্কৃতিকে সমুন্নত রাখার প্রয়াস থেকে শিল্পী মিঠুন কুমার সাহা ‘এশিয়াটিক সোসাইটির আর্ট গ্যালারিতে’ ৫ দিনব্যাপী একটি টেরাকোটা কর্মশালার আয়োজন করেছেন। ৫ পুরাতন সচিবালায়, নিমতলী রমনার এশিয়াটিক সোসাইটির আর্ট গ্যালারিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এশিয়াটিক সোসাইটির আর্ট গ্যালারিতে টেরাকোটা কর্মশালা ২৪ জুলাই থেকে শুরু হয়ছে। আজ এই কর্মশালা শেষ হচ্ছে। কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ও ভারত থেকে স্বনামধন্য ৩০ জন শিল্পী অংশগ্রহণ করেছেন। কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারী শিল্পীদের প্রশিক্ষণ দিচ্ছেন শিল্পী মিঠুন কুমার সাহা। মাটির সঙ্গে শিল্পীদের সংযোগ ঘটিয়ে মৃৎশিল্পের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করাই টেরাকোটা কর্মশালার মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। ২৪ জুলাই কর্মশালাটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরেণ্য শিল্পী ভাস্কর হামিদুজ্জামান খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ভাস্কর আইভিজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান দেবাশীষ পাল, জুননা ফ্রেগুয়েশিয়া সান্তা মারিয়া মেয়র, সি এম লিসবো কাউন্সিলর, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুব্রত সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম।
×