ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লেখাপড়ার পাশাপাশি সমাজসেবায় গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৭, ৩০ জুলাই ২০১৮

  লেখাপড়ার পাশাপাশি   সমাজসেবায় গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

বিডিনিউজ ॥ লেখাপড়ার পাশাপাশি স্কাউটস এবং গার্ল গাইডসের মতো সমাজসেবামূলক কাজের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় উদ্বোধন এবং স্কাউটসের শতাব্দী ভবনসহ অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘শাপলা কাব এ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি এই সমাজসেবামূলক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাই আমি মনে করি, এই সংগঠন আরও শক্তিশালী হওয়া উচিত। এর ফলে দেশে আমরা জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদকসহ নানা ধরনের অসামাজিক কাজ বন্ধ করতে পারবও’ স্কাউটসের পাশাপাশি গার্ল গাইডসের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পদক্ষেপ নিয়েছি; সমস্ত স্কুলে যেন স্কাউটস আর শাপলা কাব গড়ে ওঠে। সে কারণে আমরা ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। প্রতিটি প্রাইমারী স্কুলে স্কাউটস গড়ে উঠেছে। তবে মেয়েদের স্কুলগুলোতে যে পরিমাণ গার্ল গাইডস হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি।’ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, বাংলাদেশ স্কাউটসের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি আপনাদের অনুরোধ জানাব আপনারা সমস্ত স্কুলে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলুন। বিশেষ করে গার্ল গাইডসে...আমাদের মেয়েদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেক প্রতিষ্ঠানেই কিন্তু এই ইউনিট খোলা প্রয়োজন বলে আমি মনে করি। ‘স্কাউটসের ব্যাপারে আমরা বলেছিলাম... ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি। সাফল্য অর্জন করেছি। কিন্তু গার্ল গাইডসকে আমার মনে হয় আরও গুরুত্ব দেয়া উচিত।’ প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘দশটি অঞ্চল আছে, অনেক জায়গায় ভাড়াটে অফিস, অনেক জায়গায় জায়গা আছে। কিন্তু সেখানে কোন অফিস নির্মাণ করা হয়নি। আমি মনে করি সেখানে অফিস নির্মাণ করা উচিত। ইতোমধ্যে ঢাকায় দশতলা ভবন করে দিয়েছি। আর অঞ্চলগুলোতে যদি প্রতিষ্ঠানের জন্য অফিস গড়ে ওঠে তাহলে এর কার্যক্রম আরও বিস্তৃত হবে।’ প্রধানমন্ত্রী বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের দশতলা ভবন ও কালিয়াকৈরের বাড়ৈপাড়ায় বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন জাতীয় ক্যাম্প সাইটে চারতলা ভবন উদ্বোধন এবং ১৬ তলা স্কাউট শতাব্দী ভবন, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক স্কাউট স্কুল এ্যান্ড কলেজের দশতলা একাডেমিক কাম হোস্টেল ভবন, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ছয়তলা এ্যানিমেশন ইনস্টিটিউট ভবন, কুমিল্লা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন কার্যক্রম ও সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র্রের উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের আগে ‘শাপলা কাব এ্যাওয়ার্ড’ বিতরণ করেন।
×