ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তরুণরাই মানবিক বিশ্ব উপহার দিতে পারে ॥ স্পীকার

প্রকাশিত: ০৫:২৪, ৩০ জুলাই ২০১৮

  তরুণরাই মানবিক  বিশ্ব উপহার  দিতে পারে ॥  স্পীকার

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতির পিতার স্বপ্নের শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দিবে। তরুণ সমাজকেই বিশ্ব মানবতা ও বৈষম্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশ্বকে সুন্দর করতে তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তরুণরাই মানবিক বিশ্ব উপহার দিতে পারে। রবিবার রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নবীন বরণ-২০১৮ (এইচএসসি ১ম বর্ষ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পীকার আরও বলেন, তরুণ সমাজই কাক্সিক্ষত পরিবর্তন আনতে পারে। তারাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সমতার কাতারে তুলে আনার ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা পালন করতে পারে। কেননা তরুণরাই সকল উন্নয়নের প্রাণকেন্দ্র। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল আজহার।
×