ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাড়ে তিন বছর পর গন্তব্যে পৌঁছাল

প্রকাশিত: ০৫:২৩, ৩০ জুলাই ২০১৮

 সাড়ে তিন বছর পর গন্তব্যে পৌঁছাল

সাড়ে তিন বছর পর গন্তব্যে পৌঁছল ভারতীয় রেলের একটি ওয়াগন। ২০১৪ সালের নবেম্বরে সারের বস্তা নিয়ে ওয়াগনটি বিশাখাপত্তম স্টেশন থেকে যাত্রা শুরু করে। গত বুধবার সেটি উত্তর প্রদেশের বাস্তি স্টেশনে এসে পৌঁছে। বিশাখাপত্তম থেকে বাস্তি স্টেশনের দূরত্ব আনুমানিক এক হাজার ৩শ’ ২৬ কিলোমিটার। সাধারণত এই দূরত্ব যেতে ওয়াগনটির ৪২ ঘণ্টার কিছু বেশি সময় লাগার কথা। কিন্তু এই যাত্রাপথ পাড়ি দিতে রেল কর্তৃপক্ষ সময় নিল প্রায় সাড়ে তিন বছর। বুধবার বিকেল সাড়ে ৩টা নাগাদ ওয়াগনটি বাস্তি স্টেশনে এসে পৌঁছানোর পর রীতিমতো হতবাক হয়ে যান সেখানকার রেলের কর্মকর্তা ও কর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালের ১০ নবেম্বর ডাই এ্যামোনিয়াম ফসফেটের এক হাজার ৩শ’ ১৬টি ব্যাগ বিশাখাপত্তম থেকে বুকিং করা হয়েছিল। এ ঘটনায় ভারতের উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় যাদব বলেন, কখনও কখনও রেলের ওয়াগন বা কামরা চলার অনুপযুক্ত হয়ে পড়লে রেল ইয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়। পরে সেই ওয়াগন ঠিক হলে ইয়ার্ড থেকে বের করা হয়। এই ওয়াগনটির ক্ষেত্রেও সম্ভবত তেমন কিছু ঘটেছিল। তিনি বলেন, সারের ব্যাগগুলোর প্রাপক উত্তর প্রদেশের বাস্তির ব্যবসায়ী রামচন্দ্র গুপ্তা। ইন্ডিয়ান পটাস লিমিটেডের মাধ্যমে ওয়াগনটি ২০১৪ সালে বিশাখাপত্তম থেকে তার নামে বুক করা হয়েছিল। রামচন্দ্র গুপ্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ওয়াগনটির বিষয়ে খোঁজ-খবর নেয়ার চেষ্টা করেছিলাম। রেলকে চিঠিও দিয়েছিলাম। কিন্তু রেল সেই সময় ওয়াগনটির বিষয়ে আমাদের কিছুই জানাতে পারেনি। এনডিটিভি অবলম্বনে।
×