ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদ স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৮:০৪, ২৯ জুলাই ২০১৮

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদ স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ লোক সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দীন আহমদ। সম্প্রতি বিশেষ আলোচনাসভা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মহান এই শিল্পীকে স্মরণ করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে বিশেষ এক আয়োজন করে ‘শেখ শহীদ শিল্পীগোষ্ঠী’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সঙ্গীত শিল্পী এবং সাবেক অডিট এ্যান্ড কম্পোট্রোলার জেনারেল মাসুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)’র সভাপতি হাসানুর রহমান বাচ্চু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুর রহমান পলাশ, গোলজার হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শুভজন সভাপতি কবি নঈম হাসান, নারায়নগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসার মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চাঙ্গ ও নজরুল সঙ্গীত শিল্পী এবং শেখ শহীদ শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি করিম হাসান খান। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে আব্বাস উদ্দীনের গালজয়ী কিছু গান পরিবেশন করেন শেখ শহীদ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। এর মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো : শহিদুল্লাহ ‘ওকি গাড়িয়াল ভাই’, জুমা আক্তার মল্লিকা ‘প্রাণ সখিরে’, পালাশ মাহমুদ ‘আমায় ভাসাইলিরে’, সাজন ‘বাউকুমটা বাতাসে’, শিল্পী ইসলাম ‘তুই মোরে নিদয়ার কালিয়ারে’, আনিছুর রহমান ‘থাকতে পারঘাটাতে’, নজরুল ইসলাম ‘নদীর কুল নাই’, পিংকু সাধক ‘ফান্দে পড়িয়া বগা’, আর কে হিরণ ‘আমার হাড় কালা করলামরে’ শিরোনামের গান পরিবেশন করেন। এর আগে একাধিক সম্মিলক গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন আবৃত্তি শিল্পী এবং শুভজন সাধারণ সম্পাদক তরুণ রাসেল।
×