ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:৪৮, ২৯ জুলাই ২০১৮

ক্যাম্পাস সংবাদ

আইডিয়াল কমার্স কলেজে নবীনবরণ ঢাকার আইডিয়াল কমার্স কলেজে সম্প্রতি হয়ে গেল ২০১৮-১৯ শিক্ষা-বষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও ছাত্র শিক্ষক পরিচিতি সভা। বর্ণিল সে আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছিল আইডিয়াল কমার্স কলেজ। কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মুঈন উদ্দিন খান। সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা ডক্টর এম.এ. হালিম পাটওয়ারী। কলেজের অধ্যক্ষ বেলাল আহমেদ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ও কোর্স পরিকল্পনা বিষয়ে অবহিত করেন। এ সভায় নবীন শিক্ষার্থী এবং কলেজের শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর কলেজটি ১৫তম বর্ষে পদার্পণ করল। বর্তমানে এখানে পড়ছে প্রায় ছ’শ ছাত্রছাত্রী। রয়েছেন ২২ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক। ব্যবসায় শিক্ষার এ অনন্য কলেজটি পরিচালিত হচ্ছে দেশের খ্যাতনামা শিক্ষাবিদদের প্রত্যক্ষ নির্দেশনায়। রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকায় এর নিজস্ব ক্যাম্পাস। রয়েছে পরিচ্ছন্ন ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক অডিটোরিয়াম, কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সুবিধা। মাস্টার্স ইন এন্টারপ্রাইজ ইকোনমিক্স প্রোগ্রাম চালু ঢাকা স্কুল অব ইকোনমিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মাস্টার্স এন্টারপ্রাইজ ইকোনমিক্স ১.৬ মেয়াদী কোর্স ২০১৮-১৯ প্রোগ্রাম চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক (অবৈতনিক) হচ্ছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। শিক্ষকদের মধ্যে বাস্তব জ্ঞানের অধিকারী এবং পারদর্শী তাদের সমন্বয় সাধন ঘটেছে। উদ্যোক্তা বিশেষজ্ঞ ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, এ কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে চাকরি না করে সৃজনশীল ব্যবসা করব কিংবা চাকরির ক্ষেত্রে সৃজনশীলতার প্রয়োগ ঘটিয়ে উদ্ভাবনী কার্যক্রমের প্রয়োগ করবÑ যা দক্ষতা অর্জনে সহায়ক হবে। নিউক্লিয়াস হিসেবে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা স্কুল অব ইকোনমিক্স দায়িত্ব পালন করতে পারে। আগ্রহীরা প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ : ০১৬১৬-৩৯৭০৪১। এইচএসসি পরীক্ষায় সাফল্য রাজধানীর ফার্মগেটে অবস্থিত আইডিয়াল কমার্স কলেজ ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য (পাসের হার ৯৮%) পেয়েছে। ৯৭ দশমিক ৪২ শতাংশ পাসের হার নিয়ে বেশ উচ্ছ্বসিত কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন। আইডিয়াল কমার্স কলেজ থেকে ১৫৫ জন পরীক্ষার্থীর অংশ নেন। এর মধ্যে চারজন জিপিএ ৫ পেয়েছে। চারজন অকৃতকার্য হয়েছে। আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ বলেন, ‘প্রায় ৯৮ ভাগ পাস করেছে আমার কলেজে। খুব ভাল লাগছে। গতবার রেজাল্ট একটু খারাপ হওয়াতে আমি এবার চেয়েছিলাম শতভাগ পাস করাতে। ফল নিয়ে আমি খুশি। আমার প্রতিষ্ঠানও খুশি।’ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ড. এম.এ. হালিম পাটওয়ারী সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ক্যাম্পাস প্রতিবেদক
×