ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুগোপযোগী বিষয় কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং

প্রকাশিত: ০৭:৪৭, ২৯ জুলাই ২০১৮

যুগোপযোগী বিষয় কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং

বিশ্ব পরিম-লের পরিবর্তনের পাশাপাশি পরিবর্তিত হচ্ছে প্রযুক্তি। আর প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকা শক্তি হচ্ছে কম্পিউটার। বর্তমানে বেশ কিছু সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। আসুন জেনে নেই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ বিষয়ে পড়ার বিস্তারিত। ১৯৯৬ সালে এ ইউনিভার্সিটিতে চালু হয় কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এটি উদ্বোধন করেন তৎকালীন পানি সম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া। বর্তমানে এ বিভাগে ইউনিভার্সিটিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। পাশ করেছেন প্রায় ৩০০০ শিক্ষার্থী। এ বিভাগের অধীনে তিনটি কোর্স পরিচালনা করা হয়। কোর্সগুলো হলো বি.এস.সি ইন সি.এস.ই (দিবা/সান্ধ্যকালীন), এম.এস.সি ইন সি.এস.ই এবং মাস্টার্স অব কম্পিউটার এ্যাপ্লিকেশন (এম.সি.এ)। এছাড়া ৪টি শর্ট সার্টিফিকেট কোর্স পরিচালনা করা হয়। কোর্সগুলো হলো ওয়েব ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট, এ্যানড্রয়েড, নেটওয়ার্কিং এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এডুকেশন সেল : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব একটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এডুকেশন সেল (আইকিউএসি) রয়েছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশ্বদ্যিালয় মঞ্জুরি কমিশনের অধীনে ‘হায়্যার গবেষণা ও প্রকাশনা সেল: এ ইউনিভার্সিটিতে একটি স্বয়ংসম্পূর্ণ গবেষণা ও প্রকাশনা সেল রয়েছে। উক্ত সেলের পরিচালক হিসাবে রয়েছে অধ্যাপক ড. মোঃ সানা উল্লাহ। প্রতি বছর উক্ত সেল ডিআইইউ জার্নাল প্রকাশ করে থাকে। প্রত্যেক শিক্ষককে বছরে কমপক্ষে ২টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হয়। হিউম্যান রাইটস এ্যাডভোকেসী সেল : বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় এ সেল অগ্রণী ভূমিকা পালন করছে। সুবিধা বঞ্চিত, নিপীড়িত ও অসহায় মানুষের আইনি সহায়তা প্রদানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রাইটস এ্যাডভোকেসী সেল বদ্ধ পরিকর। মানবাধিকার বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে এদেশের মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় এ সেল কাজ করে যাচ্ছে। ইন্টারনেট ও ল্যাবরেটরি সুবিধা : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পূর্ণ ওয়াই-ফাই এর আওতাভুক্ত। পুরো ক্যাম্পাস ওয়াই ফাই হওয়ায় এবং ইন্টারনেট সুবিধা থাকায় শিক্ষার্থীরা গবেষণা কাজে বিশেষ সুবিধা ভোগ করে থাকেন। অত্র ইউনিভার্সিটিতে রয়েছে অত্যাধুনিক মানসম্পন্ন প্রায় ৩১টি ল্যাবরেটরি। যা বুয়েট-ডুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করা হয়। ল্যাঙ্গুয়েজ ক্লাব : শিক্ষার্থীদের ইংরেজী ভাষার ওপর দক্ষতা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে সেন্টার ফর এক্সিলেন্স ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর এম.ও.ইউ. স্বাক্ষর করেছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সব শিক্ষার্থীকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সকে বাধ্যতামূলক করা হয়েছে। বেসিক ইংলিশ, ফাংশনাল ইংলিশ, প্রিলিমিনারি ইংলিশ ও এ্যাডভান্সড্ ইংলিশ কোর্সও বাধ্যতামূলক করা হয়েছে। আবাসিক সুবিধা : ছাত্রছাত্রীদের আবাসিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে অত্র ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সন্নিকটে রয়েছে ৭টি (সাত) হোস্টেল, তারমধ্যে ছেলেদের জন্য রয়েছে ৫টি এবং মেয়েদের জন্য রয়েছে ২টি হোস্টেল। এছাড়াও নিকুঞ্জ জোয়ার সাহারায় ছেলেদের জন্য ১টি এবং গ্রীনরোডে মেয়েদের জন্য ১টি হোস্টেল রয়েছে। বৃত্তি : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বেসরকারী বিশ্ববিদ্যালয় ২০১০- এর আইন অনুযায়ী দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। বর্তমানে চার শতাধিক শিক্ষার্থী সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নরত। স্থায়ী ক্যাম্পাস : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাড্ডার সাঁতারকুলে স্থাপন করা হয়েছে। ৬২ হাজার বর্গফুট বিশিষ্ট ৩টি ভবন রয়েছে। স্থায়ী ক্যাম্পাসে ওয়াই-ফাই, ক্যান্টিন, ব্যায়ামাগার ও আধুনিক অডিটোরিয়াম রয়েছে। স্থায়ী ক্যাম্পাসে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসার জন্য বাস ও শাটল সার্ভিস রয়েছে। বছরের বিভিন্ন সময়ে স্থায়ী ক্যাম্পাসে ইনডোর ও আউটডোর গেমসের আয়োজন করা হয়। সবুজে ঘেরা ও প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট এই স্থায়ী ক্যাম্পাসের পরিবেশ মনোমুগ্ধকর। যোগাযোগ : বাড়ি-০৪, সড়ক-০১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩। মোবাইলঃ ০১৯৩৯৮৫১০৬১-৪। নাঈম খান
×