ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রি ৪.১৬ কোটি

প্রকাশিত: ০৭:৪৬, ২৯ জুলাই ২০১৮

তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রি ৪.১৬ কোটি

৩১ জুলাই শেষ হতে যাওয়া এ্যাপলের তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রির সংখ্যা দাঁড়াতে পারে ৪.১৬ কোটি। বিশ্লেষকের বরাত দিয়ে ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রি সংখ্যার ধারণা দিয়েছে এ্যাপলবিষয়ক খবরের সাইট এ্যাপল ইনসাইডার। ‘গণনা অনুযায়ী এক বছর আগের চেয়ে আইফোন বিক্রি বাড়তে পারে তিন শতাংশ,’ এমনটাই জানিয়েছে এ্যাপল ইনসাইডার। ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান লুউপ ভেনচারস-এর বিশ্লেষক জিনি মুনস্টার বলেন, সংখ্যাটি কিছুটা কম হতে পারে কিন্তু ওয়াল স্ট্রিট-এর ৪.২ কোটির ধারণার সঙ্গে ‘মিল থাকবে’। মুনস্টার আরও বলেন, ক্রমেই স্থিতিশীল হয়ে দাঁড়াচ্ছে আইফোন ব্যবসা, হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যারের মতো বেশি কার্যকরিতা দেখাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের প্রতিবেদনে বলা হয়, আইফোন ব্যবসার স্থিতিশীলতা থেকে ধারণা করা হচ্ছে সামনের কয়েক বছরে আইফোন বিক্রির হার ধীর গতিতে হলেও বাড়বে। -অর্থনৈতিক রিপোর্টার
×