ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শুল্কারোপ ইস্যুতে একগুঁয়েমি থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসতে আহ্বান

প্রকাশিত: ০৭:৪৪, ২৯ জুলাই ২০১৮

শুল্কারোপ ইস্যুতে একগুঁয়েমি থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসতে আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুল্কারোপ ইস্যুতে একগুঁয়েমি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন জি-২০ জোটের অর্থমন্ত্রীরা। তারা জানান, দ্বন্দ্ব নিরসনের প্রথম পদক্ষেপ ওয়াশিংটনকেই নিতে হবে। তবে মিত্র দেশগুলোর এই আহ্বান প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। চীন থেকে আমদানি করা ৩ হাজার ৪০০ কোটি ডলারের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আদায় করছে যুক্তরাষ্ট্র। নতুন করে আরও ২০ হাজার কোটি ডলারের পণ্যের শুল্কারোপে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক জিডিপিতে আঘাত করছেন মার্কিন প্রেসিডেন্ট। আইএমএফের মহাপরিচালক ক্রিস্টিন ল্যাগার্দে বলেন, চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক বাণিজ্য। বাড়তি শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে বৈশ্বিক জিডিপি প্রায় ৪ হাজার ৩০০ কোটি ডলার বা শূন্য দশমকি ৫ শতাংশ কমে যাবে।
×