ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশ বেপরোয়া তিন সিটিতে গ্রেফতার অভিযান চালাচ্ছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৪১, ২৯ জুলাই ২০১৮

 পুলিশ বেপরোয়া  তিন সিটিতে গ্রেফতার অভিযান চালাচ্ছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ তিন সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায় পুলিশ বেপরোয়া গতিতে গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, নির্বাচন সামনে রেখে বিরোধী দলীয় নেতাকর্মীদের ভীতসন্ত্রস্ত ও আতঙ্কিত করতেই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে চায় সরকার। তিনি বলেন, শুক্রবার বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদল সভাপতি আওলাদ হোসেন, গৌরনদী উপজেলা যুবদল সহ-সভাপতি আব্দুল মান্নান খান, উজিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাওহিদ বিন লাবিদসহ বেশ ক’জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি করছি। এদিকে রাতে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, তিন সিটিতে অঘোষিত সান্ধ্য আইন জারি হয়েছে। ক্ষমতাসীন দল পুলিশের সহায়তায় ভোটার শূন্য পরিস্থিতি তৈরি করতে নানা ফন্দি এঁটে চলছে। এ কারণে ভোটাররা শ্বাসরোধী পরিবেশের মধ্যে সময় পার করছে।
×