ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লভ্যাংশ পাঠিয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৭:৪১, ২৯ জুলাই ২০১৮

লভ্যাংশ পাঠিয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

সর্বশেষ হিসাব বছরের জন্য অনুমোদিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারহোল্ডারদের প্রদত্ত ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ লভ্যাংশ পাঠিয়েছে বীমা খাতের কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। গেল বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ৬ পয়সা। এর আগে ২০১৬ হিসাব বছরের জন্যও ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। তখন এর ইপিএস ছিল ১ টাকা ৪৪ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার জমি কিনবে ব্র্যাক ব্যাংক জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড। ঘোষণা অনুযায়ী কোম্পানিটি ৫৯.৬০ ডেসিমেল জমি ক্রয় করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, কোম্পানিটির হেড অফিসের জন্য তেজগাঁওতে অবস্থিত ৫৯.৬০ ডেসিমেল জমি কিনবে। প্রতি ডেসিমেল জমির মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে মোট জমির মূল্য হবে ২০৮ কোটি ৬০ লাখ টাকা। উল্লেখ্য, নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলেই এ জমি ক্রয় করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×