ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবে বিএসইসি কর্মকর্তারা

প্রকাশিত: ০৭:৪০, ২৯ জুলাই ২০১৮

বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবে বিএসইসি কর্মকর্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সুযোগ পাবেন। তবে এই বিনিয়োগের ক্ষেত্রে একটি শর্তও জুড়ে দেয়া হয়েছে। সেটি হলো- পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এবং বিও এ্যাকাউন্ট খুলতে হয় না এমন সব ইউনিটে বিনিয়োগ করতে পারবেন তারা। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। এ নিয়ে বিএসইসির মুখপাত্র সাইফুর রহমান বলেন, এখানে কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগ বলতে শুধু নন-লিস্টেড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা বলা হয়েছে। যেসব মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে কোন প্রকার বিও এ্যাকাউন্ট করতে হয় না। সেই সব মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অনুমতি দেয়া হয়েছে। বিএসইসি সূত্র বলছে, উর্ধতন কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের শর্তসাপেক্ষে বাজারে বিনিয়োগের সুযোগ দিয়েছে। সেটা ওপেন এন্ডেড বা মেয়াদহীন মিউচুয়াল ফান্ডে। যা করতে বিও এ্যাকাউন্ট লাগে না। জানা গেছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত কিছু ফান্ড, সিএপিএম, প্রাইম ফাইন্যান্সের ওপেন এন্ডেড বা মেয়াদহীন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বিও লাগে না। কর্মকর্তা-কর্মচারীরা ওই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।
×