ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১৪৯ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৭:৪০, ২৯ জুলাই ২০১৮

ব্লক মার্কেটে ১৪৯ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানির ১৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, গত সপ্তাহে কোম্পানিগুলোর মোট ৩ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৪৮ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার টাকা। গত সপ্তাহে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ২ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৪৫৬টি শেয়ার ৪১ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়েছে। এরপরেই রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। কোম্পানির মোট ৫৯ হাজার ৫২৪টি শেয়ার ১৯ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়। তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ৬ লাখ ৪৭ হাজার ৬২৩টি শেয়ার ১৭ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়। এছাড়া কেডিএস এক্সেসরিজের ৩ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ২৮ লাখ টাকার, গ্রামীণফোনের ১৫ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৪০ লাখ ৮০ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৯৬ লাখ ৫০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৭০ লাখ ৭০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার ও বিডি অটোকার্সের ৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।
×