ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেম্পারিং নয়, ভিডিও কারসাজি

প্রকাশিত: ০৭:৩৮, ২৯ জুলাই ২০১৮

টেম্পারিং নয়, ভিডিও কারসাজি

স্পোর্টস রিপোর্টার ॥ মার্চে বল টেম্পারিং কেলেঙ্কারিতে পড়ে টালমাটাল অবস্থায় পড়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। এ ঘটনায় নিষিদ্ধ হন তিন ক্রিকেটার। এমনকি পদত্যাগ করেন তৎকালীন কোচও। যে ভিডিও নিয়ে তোলপাড় ঘটেছিল সে সময়, সেই ভিডিওটিই নাকি সম্পূর্ণ এডিটেড করে বানানো ছিল। পুরোটাই নাকি মিডিয়ার কারসাজি! এতদিন পর এমনই দাবি করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব, ‘আমি ফুটেজটা খুব উপভোগ করি। কারণ কি চমৎকারভাবেই না মিডিয়া এটাকে এডিট করেছে। এটাতে দেখা যাচ্ছে, আমি ওয়াকি-টকিতে কথা বলছি, পরক্ষণেই মাঠে দৌড়ে গিয়ে ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে কথা বলছি। কিন্তু আসল ঘটনা হচ্ছে, ওয়াকি-টকিতে কথা বলার ২৫ মিনিট পর আমি মাঠে গিয়েছিলাম। কারণ একজন খেলোয়াড় ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে আসলে আমাকে মাঠে নামতে হয়েছিল।’ তিনি আর বলেন, ‘আমি মাঠে ব্যানক্রফটের পাশে ক্যাচিং পজিশনে গিয়ে দাঁড়াই। সাধারণত উইকেটের সামনে বা পেছনে আমরা দুইজনই একই পজিশনে দাঁড়াই। মাঠে আমি তার সঙ্গে মজা করছিলাম। এর বেশি কিছু নয়। আমার সম্পর্কে যা বলা হয়েছিল সে রকম কিছুই ঘটেনি।’ এ ঘটনায় সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।
×