ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইমরানের সান্নিধ্যে পিসিবির বস্ হচ্ছেন আকরাম

প্রকাশিত: ০৭:৩৭, ২৯ জুলাই ২০১৮

ইমরানের সান্নিধ্যে পিসিবির বস্ হচ্ছেন আকরাম

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র দুই দশকের রাজনৈতিক ক্যারিয়ারেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। ১৯৯২-এ বিশ্বজয়ে ইমরানের সহযোদ্ধা ছিলেন ওয়াসিম আকরাম। দু’জনের সখ্যতার কথা সর্বজনবিদিত। ইমরান যখন রাষ্ট্রক্ষমতায় আসীন হচ্ছেন তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মসনদে বসতে যাচ্ছেন আকরাম। ওয়াসিম আকরামের পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এমন খবর জানিয়েছে। এ নিয়ে ওয়াসিম আকরামের পরিবারের ওই সদস্যের ভাষ্য, ‘হ্যাঁ, পরবর্তী পিসিবি চেয়ারম্যানের দৌড়ে এগিয়ে রয়েছেন ওয়াসিম। তিনি দীর্ঘদিন ইমরান খানের সঙ্গে ক্রিকেট খেলেছেন। এখন তার নেতৃত্বে দেশকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত। সবাই ইমরানকে পছন্দ করেন। শুভ কামনা জানিয়েছে। ওয়াসিম আকরামও গতকাল বানি গালাতে ইমরানের সঙ্গে সাক্ষাত করেছেন। সেখানে ওয়াসিম পাকিস্তানের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং জানতে পেরেছেন, ইমরানের ক্রীড়াবিষয়ক পরিকল্পনা, বিশেষ করে ক্রিকেট-ভাবনায় আছেন ওয়াসিম।’ সূত্র আরও জানায়, ‘পাকিস্তান ক্রিকেটে ওয়াসিমের মতো একজনকে প্রয়োজন, যিনি দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত করতে পারবেন। ইন্দো-পাক ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।’ এর আগে নির্বাচনে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ এগিয়ে থাকাকালীন হবু প্রধানমন্ত্রী ইমরান খানকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শুভেচ্ছা জানান ওয়াসিম। সেখানে তিনি লিখেছিলেন, ‘তোমার নেতৃত্বে ১৯৯২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম। তোমার নেতৃত্বেই আমরা আবার একটি মহান দেশ হয়ে উঠতে পারি।’ হবু প্রধানমন্ত্রীর সঙ্গে সশরীরে দেখাও করেন আকরাম। ১৯৯২ সালে অধিনায়ক ইমরান খানের হাত ধরেই নিজেদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ ঘরে তুলেছিল পাকিস্তান। সেই দলে ইমরানের সঙ্গী ছিলেন ওয়াসিম আকরামও। আকরাম নিজেও বিশ্বসেরা অলরাউন্ডার। দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দেশকে। ইমরানের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে তার। এবার পাকিস্তানের মসনদে ইমরান বসতেই ২২ গজের লড়াইয়ে তার ঘনিষ্ঠ সঙ্গী ওয়াসিম পাচ্ছেন পিসিবি প্রধানের চেয়ার। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল অনুযায়ী পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইমরান খান।
×