ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগেভাগেই দলে ফিরছেন ম্যানসিটি ফুটবলাররা

প্রকাশিত: ০৭:৩৭, ২৯ জুলাই ২০১৮

আগেভাগেই দলে ফিরছেন ম্যানসিটি ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১৫ জুলাই শেষ হয়েছে রাশিয়া বিশ্বকাপ। এরপর বিশ্বকাপে ব্যস্ত থাকা ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা ৩ সপ্তাহের জন্য ছুটি পেয়েছিলেন। কিন্তু ফুটবলাররা নিজে থেকেই সেই ছুটি ফুরোনোর আগেই অনুশীলনে ফিরছেন। তারা চাইছেন কমিউনিটি শিল্ডের ট্রফি জিততে। মৌসুম শুরুর এ প্রতিযোগিতায় তারা নামতে ছুটি পুরোপুরি না কাটিয়েই গার্ডিওলার তাঁবুতে ফিরছেন। এমনটাই জানিয়েছেন ম্যানসিটি কোচ পেপ গার্ডিওলা। আগামী ৫ আগস্ট কমিউনিটি শিল্ড শিরোপা দখলের লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানসিটি ও চেলসি। এবার রাশিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ম্যানসিটির ১৬ জন খেলোয়াড় নিজ নিজ জাতীয় দলের হয়ে খেলেছেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই খেলোয়াড়দের আরও ৩ সপ্তাহের জন্য ছুটি দিয়েছিলেন গার্ডিওলা। ছুটি পুরোপুরি শেষ করে ফিরলে কমিউনিটি শিল্ডের মাধ্যমে নতুন মৌসুম শুরু করাটা বেশ কঠিনই হতো তারজন্য। কারণ সেক্ষেত্রে কেভিন ডি ব্রুইন, ভিনসেন্ট কোম্পানি, জন স্টোন্স, কাইল ওয়াকার, ফ্যাবিয়ান ডেলফ, রাহীম স্টার্লিং এ সপ্তাহের শেষ দিকে ছাড়া ফেরার কথা নয়। কিন্তু গার্ডিওলা জানালেন তার স্কোয়াডের মাত্র দুইজন ছাড়া বাকি সবাই ফিরছেন আগেভাগেই। বর্তমানে প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ম্যানসিটিকে নিয়ে যুক্তরাষ্ট্র সফর করছেন গার্ডিওলা। তিনি বলেন, ‘তাদের অধিকাংশই ফিরে আসছে। আমাদের মাত্র ৪/৫ দিন সময় থাকবে প্রথম ফাইনালে নামার জন্য প্রস্তুত হওয়ার। সুতরাং আমাদের মানিয়ে ওঠার চেষ্টা করতে হবে। কিছু খেলোয়াড় এর আগেই ফিরে আসছে এবং কয়েকজন ফাইনালের পর ফিরবে। ফাইনালের জন্য আমাদের খেলোয়াড় প্রয়োজন, কিন্তু তারা যদি না ফিরে আসে সেক্ষেত্রে এখন আমাদের যে খেলোয়াড়রা আছে তাদের নিয়েই নামব। এটা অবশ্যই আদর্শগতভাবে দারুণ কোন পরিস্থিতি নয়। আমরা একসঙ্গে থাকতে বদ্ধপরিকর, কিন্তু সেটা সম্ভব নয়। তবে একই পরিস্থিতি নিকো কোভাচের জন্যও (বেয়ার্ন মিউনিখ কোচ)।’ আপাতত নতুন করে কোন খেলোয়াড় দলে টানতে উৎসাহ দেখাচ্ছেন না গার্ডিওলা।
×