ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্সেনাল ৫-১ পিএসজি, অধিনায়ক হিসেবে গোল করলেন ওজিল

পিএসজিকে উড়িয়ে দিল আর্সেনাল

প্রকাশিত: ০৭:৩৭, ২৯ জুলাই ২০১৮

পিএসজিকে উড়িয়ে দিল আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ প্যারিস সেইন্ট জার্মেইকে খেলা দেখাল আর্সেনাল। শনিবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে গানাররা ৫-১ গোলে রীতিমতো উড়িয়েই দিল পিএসজিকে। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন আলেক্সান্দ্রে লাকাজেত্তে। বদলি হিসেবে মাঠে নেমে ফ্রেঞ্চ লীগ ওয়ানের চ্যাম্পিয়নদের বিপক্ষে দুই গোল করেন তিনি। তবে আর্সেনালের হয়ে গোল উৎসবের শুরুটা করেছিলেন মেসুত ওজিল। জার্মানির সাবেক এই তারকা মিডফিল্ডারের গোলেই প্রথম এগিয়ে যায় উনাই এমেরির দল। গানারদের হয়ে চতুর্থ গোলটি করেন রব হোল্ডিং। আর প্যারিস জায়ান্টদের বিপক্ষে শেষ পেরেকটি ঠুকে দেন এদ্দি এনকেটিয়াহ। তবে আর্সেনালের বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া পিএসজিকে সমতায় ফিরিয়েছিলেন ক্রিস্টোফার এনকুঙ্কু। পেনাল্টিতে গোল করে দলকে ম্যাচে ফেরান তিনি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই ম্যাচে আর্সেনালের অধিনায়কের দায়িত্ব পালন করেন মেসুত ওজিল। সম্প্রতি জার্মানির জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন আর্সেনালের এই তারকা মিডফিল্ডার। মূলত বর্ণবাদের শিকার হয়েই এমন সিদ্ধান্ত নেন সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকা। তাছাড়া সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার পর সমর্থকদের কাছ থেকেও অপ্রত্যাশিত ব্যবহারের শিকার হন ওজিল। যে কারণেই শেষ পর্যন্ত আর জার্মানির জার্সি না পরার সিদ্ধান্ত নেন মেসুত ওজিল। এমন বিতর্কের মধ্যেও ওজিলের ওপর ভরসা রাখেন আর্সেনালের নতুন কোচ উনাই এমেরি। জার্মানির সাবেক এই তারকাও হতাশ করেননি কোচ আর ভক্ত-অনুরাগীদের। দীর্ঘ সময় আর্সেনালের কোচ হিসেবে দায়িত্ব পালন করার পর গত মৌসুমের শেষেই অবসরের সিদ্ধান্ত নেন আর্সেন ওয়েঙ্গার। তারপরই উনাই এমেরিকে কোচ হিসেবে নিয়োগ দেয় ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব আর্সেনাল। আর এদিনই প্রথম তার সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হন উনাই এমেরি। আর্সেনালের বেশ কয়েকজন তারকা ফুটবলার এই ম্যাচে খেললেও পিএসজির অনেকেই ছিলেন না। তবে সম্প্রতি যোগ দেয়া সাবেক জুভেন্টাসের তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ছিলেন ঠিকই। কিন্তু আর্সেনালের বিপক্ষে এদিন পাঁচ গোল হজম করার অভিজ্ঞতা লাভ করতে হলো তাকে। তবে এই দলের বিপক্ষে পাঁচ গোলের জয়ে দারুণ রোমাঞ্চিত লাকাজেত্তে। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন মৌসুম শুরুর আগে এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাঁচ গোল করায় আমরা খুব খুশি।’ আর্সেনাল আগামী বুধবার ডাবলিনে আবার চেলসির মুখোমুখি হবে।
×