ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেইমারের প্রশংসায় কোচ টাচেল

প্রকাশিত: ০৭:৩৬, ২৯ জুলাই ২০১৮

নেইমারের প্রশংসায় কোচ টাচেল

স্পোর্টস রিপোর্টার ॥ ফেবারিট হিসেবেই রাশিয়া বিশ্বকাপের মিশন শুরু করেছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালেই সেলেসাওদের জয়রথ থেমে যায়। শেষ আটে বেলজিয়ামের কাছে হেরে ২০১৮ বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের নেইমার। একে তো দলের বিদায়, সেই সঙ্গে বিশ্বকাপে তার অতিমাত্রায় অভিনয়ের অভিযোগ। নেইমার কা- নিয়ে যেন গোটা ফুটবল দুনিয়াতেই তোলপাড়। তবে অনেকে সমালোচনা করলেও ব্রাজিলিয়ান সুপারস্টারের পাশে দাঁড়িয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর নতুন কোচ থমাস টাচেল। বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে দামী ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। এ প্রসঙ্গে উনাই এমেরির উত্তরসূরি হিসেবে সম্প্রতি পিএসজিতে যোগ দেয়া থমাস টাচেল বলেন, ‘সে (নেইমার) অনেক বড় খেলোয়াড়। জয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সে তা খুব ভাল করেই জানে এমনকি হারের পরও কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় সেটাও তার ভাল জানা। সে একজন চ্যাম্পিয়ন। তাকে স্বরূপে ফেরাতে আমরা সবধরনের সহযোগিতা করব।’ ৪৪ বছর বয়সী টাচেল এ সময় আরও বলেন, ‘বিশ্বকাপে যা ঘটেছে সেগুলো পেছনে ফেলে সে যেন খুব দ্রুতই পুরোপুরি প্রস্তুতি নিয়ে মাঠে ফিরতে পারে এবং পরবর্তী লক্ষ্য অনুযায়ী সামনের দিকে এগোতে পারে সেজন্য দলের সকলেই নেইমারকে সহযোগিতা করতে চায়।’ গত মৌসুমেই বার্সিলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান তারকার আবারও লা লিগায় ফেরার গুঞ্জন। কিন্তু বিশ্বকাপের পর কিছুটা সেই চিত্রনাট্যের বদল হয়েছে। এখন শুধু নেইমার নয় গণমাধ্যমে নেইমারের সঙ্গে উঠে আসছে কিলিয়ান এমবাপের নামও। তবে নতুন যুগের সূচনায় কাকে বেছে নিবে রিয়াল মাদ্রিদ? নেইমার নাকি এমবাপেকে? ফুটবলপ্রেমীদের মধ্যে তা নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ। বর্তমান বিশ্ব-ফুটবলের সবচেয়ে দামী ফুটবলার নেইমার তরুণ বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার খুব দ্বারপ্রান্তে চলে এসেছিলেন। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও তার পারফর্মেন্সে সন্তুষ্ট ছিলেন। দীর্ঘ চার বছর বার্সিলোনায় থেকে নেইমার গত বছরের আগস্টে পিএসজিতে নতুন করে ঠিকানা গড়ার পর থেকে নেইমারকে দলে ভেড়াতে দু’দুইবার চেষ্টা করে পেরেজের রিয়াল। কিন্তু ব্যর্থ হয় স্পেনের জায়ান্ট ক্লাবটি। ফলে রিয়াল মাদ্রিদের দৃষ্টি পড়ে কিলিয়ান এমবাপের ওপর। বিশেষ করে সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে তরুণ প্রতিভাবান এই ফুটবলারের পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত ফুটবল দুনিয়া। নিজে চার গোল করেছেন ২০১৮ বিশ্বকাপে। দলকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমবাপে। রাশিয়ায় তার গতিশীল ফুটবল, কৌশলগত দক্ষতা নজর কেড়েছে অনেকের। অন্যদিকে নেইমারের বর্তমান বয়স ২৬। এমবাপের মাত্র ১৯। বয়স বিবেচনাতে নেইমারের চেয়ে অনেকাংশেই এগিয়ে এমবাপে। ফুটবল বিশ্লেষকদের ব্যাখ্যা, এই বয়সেই ফুটবলবিশ্বে আলাদা করে জায়গা করে নিয়েছেন এমবাপে। ফরাসী তারকা রিয়াল মাদ্রিদে যোগ দিলে আরও এক দশক কিংবা তারও বেশি সময় সেবা দিতে পারবেন দলকে। বিশ্বকাপের আগে নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার দৌড়ে অনেক এগিয়ে ছিলেন নেইমার। কিন্তু বিশ্বকাপের পর সেই দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছেন। এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে নেইমারের মাঠে অভিনয়! যার কারণে বিশ্বের গণমাধ্যমেই ব্যাপকভাবে সমালোচনার পাত্র হয়েছেন নেইমার। যদিওবা ইনজুরির কারণে অনেকে আবার নেইমারের পাশেও দাঁড়িয়েছেন। রাশিয়া বিশ্বকাপের আগেও সমালোচিত হয়েছেন নেইমার। বিশেষ করে পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানির সঙ্গে পেনাল্টি নিয়ে দ্বন্দ্ব, তারপর সাবেক কোচ উনাই এমেরির সঙ্গে কলহ। এ ছাড়া বিভিন্ন পার্টিতে সময় দেয়ার কারণেও বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন নেইমার। এদিক দিয়ে এমবাপের কোন সমস্যা নেই, যে কারণে চলমান দলবদলে নেইমারের চেয়ে এমবাপেই এগিয়ে। যদিওবা এমবাপে-নেইমার দু’জনেই প্যারিসে থাকছেন বলে জানিয়ে দিয়েছেন।
×