ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিসিদের সম্পর্কে ড. জাফর ইকবালের বক্তব্যের প্রতিবাদ

প্রকাশিত: ০৭:০৫, ২৯ জুলাই ২০১৮

ভিসিদের সম্পর্কে ড. জাফর ইকবালের বক্তব্যের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিশ^বিদ্যালয়ের উপাচার্যদের সম্পর্কে ড. জাফর ইকবালের মন্তেব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সব পাবলিক বিশ^বিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গঠিত বাংলাদেশ বিশ^বিদ্যালয় পরিষদ। এ ব্যাপারে পরিষদের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ এক বিবৃতিতে বলেন, বিশ^বিদ্যালয় উপাচার্যদের নিয়োগ সম্বন্ধে ড. জাফর ইকবালের ঢালাও মন্তব্য উপাচার্যবৃন্দকে বিস্মিত ও মর্মাহত করেছে। তার মতো একজন দায়িত্ববান ব্যক্তি কীভাবে এরূপ মন্তব্য করতে পারেন, সেটি ভেবে আশ্চার্যান্বিত হতে হয়। শুধু লবিং করেই যে উপাচার্য হওয়া যায় না এবং অনেক যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে যে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়, সে বিষয়টি তার অজানা নয়। তার ঐ বক্তব্য-মন্তব্য খোদ সরকার ও চ্যান্সেলরের এ সংক্রান্ত বিবেচনাকেও প্রশ্নবিদ্ধ করার শামিল। তিনি বলেন, ড. জাফর ইকবাল দেশের ৪২টি পাবলিক বিশ^বিদ্যালয়ের উপাচার্যগণের একাডেমিক প্রোফাইল কষ্ট করে একবার দেখে নিলে তিনি দেখতে পাবেন যে, তার ঐ বক্তব্য কতটা অসার বা বাস্তবতাবিবর্জিত। সমাজে যারা সেলিব্রিটি হিসেবে পরিগণিত তাদের আচার-আচরণ, উচ্চারণ, মন্তব্য আরও সতর্ক ও বস্তুনিষ্ঠ হওয়া একান্ত কাম্য। গত ২৮ জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক (যদিও কথাসাহিত্যিক হিসেবে অধিক পরিচিত) ড. জাফর ইকবালের ওই বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের উপাচার্যদের সম্বন্ধে ‘যাদের কোন যোগ্যতা নেই তারা এখন বিশ^বিদ্যালয়গুলোর ভিসি’ বলে মন্তব্য করেন। এ সংবাদ বিভিন্ন পত্রিকাসহ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানানো হয়। উখিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত ॥ ধর্ষক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষক নুরুজ্জামানকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে চাকবৈঠা গ্রামে এ ঘটনা ঘটার পর শনিবার দুপুরে গ্রামবাসী ওই লম্পট যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে। ধর্ষিতার মা গোলবাহার জানান, তার মেয়ে চলাফেরা করতে পারে না। তাকে ঘরে রেখে পার্শ্ববর্তী বিয়ে বাড়িতে গেলে পাষ- নুরুজ্জামান তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। এ সময় ধস্তাধস্তি করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে তার মেয়ে। সিদ্ধিরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সাত বছরের শিশু স্কুলছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আবির হোসেন (১৮) পলাতক রয়েছে। শিশুটি স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী ভুঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে শনিবার দুুপুরে ওই শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া জানান, ঘটনাটি তদন্ত করে মামলা নেয়া হবে। শিশুর মা জানান, তারা সপরিবারে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী ভুঁইয়াপাড়া এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। বাড়ির মালিকের ভাই আলী হোসেনের ছেলে আবির হোসেন শুক্রবার বিকেলে শিশুটিকে তার ঘরে নিয়ে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকারে শিশুর মা-সহ আশপাশের লোকজন ছুটে আসলে আবির হোসেন দৌড়ে পালিয়ে যায়।
×