ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিভাগীয় ডিজিটাল মেলা উদ্বোধন

প্রকাশিত: ০৭:০৫, ২৯ জুলাই ২০১৮

চট্টগ্রাম বিভাগীয় ডিজিটাল মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার সকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনী ইস্তেহারে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ, মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার যে ঘোষণা দেন এই মেলার কার্যক্রম তারই একটি অংশ। বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামে এই ধরনের মেলা ৮ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, নুরুল আজম নিজামী, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ, অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল কায়সার, সিএমপির উপকমিশনার এসএম মোস্তাইন হোসেন উপস্থিত ছিলেন। পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৮ জুলাই ॥ বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ^র নদের মাঝেরচরে র‌্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জলদস্যু নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, ১টি ছোট শটগান, ৩১ রাউন্ড গুলি, দুটি বাংলা দাসহ ১টি গাছ কাটার দা ও একটি সোলার প্যানেল উদ্ধার করা হয়। নিহতের নাম আজর আলী (৩৫), তিনি জলদস্যু সুমন বাহিনীর অন্যতম সদস্য। তার অন্যান্য পরিচয় জানা যায়নি। র‌্যাব-৮ জানায়, রুহিতার মাঝেরচরে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সুমন বাহিনী, আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে, ঘটনাস্থলে জলদস্যু বাহিনীর সদস্য আজর আলী নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। দিনাজপুরে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ডোবায় পড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় দিনাজপুরের খানসামা উপজেলার গুলিয়ারা গ্রামে তাপস রায়ের দেড় বছরের শিশুকন্যা জ্যোতি রায় ও শ্যামল রায়ের শিশুপুত্র নিলয় রায় বাড়ির পাশে খেলা করার সময় হঠাৎ ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন জ্যোতি ও নিলয়কে খোঁজাখুঁজি শুরুর ১ ঘণ্টা পর শিশু ২টির মৃতদেহ ডোবা থেকে এলাকাবাসী উদ্ধার করেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
×