ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে দুই লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:০৩, ২৯ জুলাই ২০১৮

আদমদীঘিতে দুই লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,সান্তাহার, ২৮ জুলাই ॥ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ শুক্রবার সন্ধায় উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী ঢেকড়া রেললাইনের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত এবং বিষ খেয়ে মৃত চাঁপাপুর ইউনিয়নের গাড়োহালী গ্রামের মিনারা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ছাতনী ঢেকড়া রেললাইনের পাশের একটি ডোবায় স্থানীয়রা অর্ধগলিত অজ্ঞাতনামা পুরুষের লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ শুক্রবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, আনুমানিক ১৫ থেকে ২০ দিন পূর্বে ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে ডোবায় পড়ে যায় এবং মৃত্যু হয়। অপরদিকে, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গাঁড়োহালী গ্রামের নূর মোস্তফার মেয়ে মিনারা খাতুন (২০) পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতে বিষ খায়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে মুমুর্ষু অবস্থায় প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে নওগাঁ হাসপাতালে নিয়ে যাবার সময় তার মৃত্যু হয়। পিরোজপুর নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, সদর উপজেলার কদমতলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নজরুল শেখ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলা কদমতলা ইউনিয়নের পশ্চিম কদমতলা গ্রামের রাস্তার পাশের একটি শিমুল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নজরুলের লাশ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার টোনা ইউনিয়নের উত্তর টোনা গ্রামের আব্দুল গণি শেখের ছেলে।
×