ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ট্রাকচাপায় তিন যাত্রী নিহত

প্রকাশিত: ০৭:০২, ২৯ জুলাই ২০১৮

সুনামগঞ্জে ট্রাকচাপায় তিন যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৯ জুলাই ॥ সুনামগঞ্জে-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় তিন অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সার যাত্রী। শনিবার বেলা ৩টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের সাদাপুল এলাকায় এই ঘটনাটি ঘটে। সুনাগঞ্জের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ শরিফ জানান, আহত নিহত সকলেই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন। স্থানীয় সংবাদিক সদরুল আমিন জানান, নিহত তিনজনের মধ্যে মোজাম্মেল হক (৩৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক বাকি আহত, নিহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৩টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ সাদাপুল এলাকায় সিলেট থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সিএসজি অটোরিক্সা ও পরে ব্যাটারি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে দুটি গাড়িতে থাকা চালকসহ ৬/৭ যাত্রী গুরুতর আহত হন। আহতের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনজনের মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, ঘাতক ট্রাকটি গোবিন্দগঞ্জ পয়েন্টে জব্দ করে রাখা হয়েছে। এই ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে চাপাপড়া দুটি গাড়ি। রাজশাহীতে বাস যাত্রী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, গোদাগাড়ীতে শনিবার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম নাসিম হোসেন (২৫)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায়। শনিবার সকালে এ ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সকালে উপজেলার কাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে নাসিম হোসেন নামের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও দুইজন। তাদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। জয়পুরহাটে আরোহী নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল গফুর (৫৫) নামে এক বাইসাইকেল চালক মারা গেছেন। শনিবার নেঙ্গাপির-ইসবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চন্দ্রকোলা গ্রামের মৃত তাজিউদ্দিনের ছেলে। জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মুমিনুল হক জানান, আব্দুল গফুর সকালে সগুনাচড়া চারমাথা এলাকায় তার নাতনিকে অটোভ্যানে উঠিয়ে দিয়ে বাইসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। এসময় ভাদসাগামী বালু বোঝায় একটি ট্রাক্টর আব্দুল গফুরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
×