ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদক বিক্রেতাদের হামলায় দুই ডিবি পুলিশ আহত ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৭:০১, ২৯ জুলাই ২০১৮

মাদক বিক্রেতাদের হামলায় দুই ডিবি পুলিশ আহত ॥ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৮ জুলাই ॥ শুক্রবার সন্ধ্যায় রাজৈর উপজেলার লুন্দি নতুন এলাকায় মাদকের আসামি ধরতে গেলে ইয়াবাসহ আটককৃতদের ছিনিয়ে নেয়ার জন্য এলাকার ৩০-৪০ জনের একদল মাদক বিক্রেতা ও মাদকাসক্ত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের ২ সদস্য আহত হয়। এ খবর পেয়ে ডিবি পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইয়াবা বিক্রেতা সফিকুল মাতব্বর ও হামলাকারীদের একজন কাওছার মোল্লাকে গ্রেফতার করে। পুলিশের অভিযানের সময় সুযোগ বুঝে অন্যান্য হামলাকারী পালিয়ে যায়। মাদারীপুর ডিবি পুলিশের এসআই আবদুর রশিদ বলেন, শুক্রবার সন্ধ্যায় লুন্দি নতুন বাজারে ১০০ ইয়াবাসহ মাদক বিক্রেতা সফিকুল মাতব্বরসহ চারজনকে আটক করে। এ সময় ৩০-৪০ জনের একদল মাদক বিক্রেতা ও মাদকাসক্ত ব্যক্তি হাতুড়ি-শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিতে চেষ্টা করে। সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে মোটরসাইকেল চোর নিহত স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডকেটের হোতা রেজাউল ইসলাম বন্দুকযুদ্ধে নিহত হয়েছে । এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শূটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার শ্যামনগর উপজেলার নুরনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রেজাউল শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মাজেদ সরদারের ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থেকে ডিবি পুলিশের একটি দল রেজাউলকে গ্রেফতার করে নিয়ে আসে। রেজাউল শ্যামনগর থানা চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি মামলা ও উপজেলা সদরের আব্দুল্লাহেল বাকী অপহরণ মামলার প্রধান আসামি। গত তিন মাস যাবত সে আত্মগোপনে ছিল। শ্যামনগর থানা পুলিশ জানান, ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল রেজাউলকে আটক করে শ্যামনগর থানায় সোপর্দ করে। রেজাউলের স্বীকারোক্তি অনুয়ায়ী রাতে শ্যামনগর উপজেলার নুরনগর এলাকায় মোটরসাইকেল উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে রেজাউলের বাহিনী গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। দুইপক্ষের গোলাগুলিতে রেজাউল নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শূটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় নয়টি মামলা রয়েছে।
×