ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সভা

প্রকাশিত: ০৬:৫৯, ২৯ জুলাই ২০১৮

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সভা

গত বুধবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ভেক্টরের ওপর জরিপ কাজের ফল স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে উপস্থাপন করা হয়। এ কর্মশালায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এবং স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাঃ সানিয়া তহমিন। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মেডিক্যাল এডুকেশন শাখার অধ্যাপক ডাঃ এমএ রশিদ, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সাবরিনা ফ্লোরা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জাকির হাসান প্রমুখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ এমএম আক্তারুজ্জামান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ম্যালেরিয়া এ্যান্ড এডিস ট্রান্সমিটেড ডিজিজেজ, মোঃ খলিলুর রহমান এন্টোমোলজিস্ট, সিডিসি, স্বাস্থ্য অধিদফতর, ঢাকা। Ñবিজ্ঞপ্তি শ্রেষ্ঠ কলামিস্ট নির্বাচিত হওয়ায় আলীমকে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ জুলাই ॥ নারায়ণগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে শ্রেষ্ঠ কলামিস্ট নির্বাচিত করায় রূপগঞ্জ প্রেসক্লাব কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমকে সংবর্ধনা প্রদান করেছে। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, মনির হোসেন মনু, মাসুদ করিম, রূপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, জিএম সহিদ, রাসেল আহম্মেদ, এসএম শাহদাত, এ হাই মিলন, জিয়াউর রাশেদ, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, সাইফুল ইসলামসহ রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, গবেষক, কলামিস্ট ও লেখক লায়ন মীর আব্দুল আলীম মাদক, যৌতুক, বাল্যবিয়েসহ সমাজের নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এ ছাড়া তিনি সব জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে আসছেন। গত ১৬ জুলাই নারায়ণগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে আলীমকে শ্রেষ্ঠ কলামিস্ট নির্বাচিত করা হয়।
×