ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরের বসুন্দিয়া সেতু নড়বড়ে ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৬:৫৯, ২৯ জুলাই ২০১৮

যশোরের বসুন্দিয়া সেতু নড়বড়ে ॥ দুর্ঘটনার আশঙ্কা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভারী যানবাহন উঠলেই কম্পন শুরু হয় যশোর-নড়াইল রোডের বসুন্দিয়া বাজারের সেতু। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এরই ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় যানবাহন চালকসহ পথচারীদের। এ অবস্থা থাকলে যে কোন সময় ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ‘সাবধান। এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ। ভারী/ লোড গাড়ি চলাচলে সম্পূর্ণ নিষেধ। আদেশক্রমে এলজিইডি যশোর’। ব্রিজটির দুইপাশেই এমন সতর্কবার্তা দেয়া থাকলেও মানা হচ্ছে না সে নিষেধাজ্ঞা। যশোর-নড়াইল রোডের ধলগ্রাম মোড় থেকে যশোর-খুলনা রোডের বসুন্দিয়া মোড় পর্যন্ত সড়কের দূরত্ব ৯ কিলোমিটার। ধলগ্রাম মোড় থেকে যশোর হয়ে বসুন্দিয়া মোড় পর্যন্ত সড়কের দূরত্ব ৩৫ কিলোমিটার। যে কারণে নড়াইল বা কালনা থেকে ছেড়ে আসা খুলনাগামী বাসসহ অন্যান্য যানবাহন ধলগ্রাম-বসুন্দিয়া সড়কেই চলাচল করে। ফলে এ সড়কটির গুরুত্ব বেড়েছে অন্যসব সড়কের মতই। তবে খুলনা-যশোরের সঙ্গে নড়াইলের সংযোগকারী সড়কের বসুন্দিয়া বাজারের ভৈরব নদের ওপর নির্মিত ৫৪ মিটার সেতুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে ব্রিজের ওপর একাধিক ভারী যানবাহন উঠলেই কম্পন শুরু হয়। সেতুর ওপর থেকে পলেস্তরা খসে বেরিয়ে পড়েছে লোহার পাত। সেখানকার একটি অংশ ভেঙ্গে ফাঁকা হওয়ার কারণে ঘটছে দুর্ঘটনা। এ পরিস্থিতিতে যেকোন সময় সেতুটি ভেঙ্গে পড়ার আশঙ্কা যাতায়াতকারীদের। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ঢাকা) সাহায্যপুষ্টে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় ১৮০ ফুট দীর্ঘ এ সেতুটি নির্মাণ হয় ১৯৮৯ সালে। এরপর থেকেই এ সড়কটিতে ব্যস্ততা বাড়ে অন্যান্য মহাসড়কের মতই। ঝুঁকিপূর্ণ এই সেতুতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও টাকা নিয়ে তা চলতে দিচ্ছে বলে দাবি স্থানীয়দের। বসুন্দিয়া বাজারের ব্যবসায়ী হারুণ-অর-রশিদ ও হাবিবুর রহমান জানান, সেতুর অবস্থা খুবই খারাপ। ভারী গাড়ি উঠলে মনে হয় এই বুঝি ভেঙ্গে পড়ল। একটা গাড়ি উঠলে আর একটা গাড়িকে সাইড দিতে পারে না। তাই দ্রুত আকটি নতুন সেতুর দাবি তাদের। সেতুটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাইনবোর্ড টাঙ্গিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। একই সঙ্গে সেতুটি পূর্ণনির্মাণের জন্য বিশ্বব্যাংকের একটা প্রকল্প প্রণয়নের কাজ চলছে। সেটি হলে এখানে নতুন সেতু করা যাবে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম সিদ্দিকী। যশোর-নড়াইল রোডের বসুন্দিয়া বাজারের ভৈরব নদের ওপর নির্মিত এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন গড়ে দশ হাজার লোক ও যানবাহন চলাচল করে থাকে।
×