ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন বান্ধবীর এক সঙ্গে বিষপান ॥ একজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৮, ২৯ জুলাই ২০১৮

তিন বান্ধবীর এক সঙ্গে বিষপান ॥ একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৮ জুলাই ॥ তিন বান্ধবী এক সঙ্গে বিষপান করে আত্মহননের প্রচেষ্টাকালে একজনের মৃত্যু হয়েছে। অপর দু’বান্ধবীর চিকিৎসা চলছে। মৃত বান্ধবীর নাম বর্ষা খাতুন। শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। বর্ষা খাতুন পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চরসাহাদিয়ার গ্রামের কবি শেখের মেয়ে। চিকিৎসাধীন অপর দু’বান্ধবী হচ্ছে, চরসাহাদিয়ার গ্রামের তালেব হোসেনের মেয়ে ববিতা খাতুন (১৪) ও কুবের দাসের মেয়ে সঙ্গীতা দাস (১৪)। তিন বান্ধবীই ঈশ্বরদীর বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। পল্লী চিকিৎসক আব্দুস সালাম জানান, শুক্রবার রাতে ৩ বান্ধবী একই সঙ্গে বিষপান করে। প্রাথমিক অবস্থায় তিন বান্ধবীর পেট থেকে বিষ বের করা হয়। কিন্তু বর্ষার খাতুনের অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ববিতা খাতুনের পেট থেকে বিষ বের করার পর তাকে পরিবারের লোকজন বাসায় নিয়ে যায়। আর সঙ্গীতা দাসের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাঁশেরবাদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। স্কুলের পরীক্ষা শেষ হলেও এখনও ফলাফল প্রকাশ হয়নি। তাই খারাপ ফলাফলের জন্য ৩ ছাত্রী এ ঘটনা ঘটাতে পারে না। তাদের নিয়ে স্কুলেও কোন খারাপ ঘটনা ঘটেনি। একই সঙ্গে ৩ বান্ধবীর বিষপানের ঘটনা কিভাবে ঘটল তা কেউ বলতে পারছেন না।
×