ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৬:৫৭, ২৯ জুলাই ২০১৮

কুমিল্লায় বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক কারবারি নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৮ জুলাই ॥ কুমিল্লায় র‌্যাব-বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২৭ মামলার আসামি শীর্ষ মাদক কারবারি সহিদুল হক ওরফে সবু মিয়া নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে কাপ্তানবাজার সংলগ্ন গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলিসহ বিপুল ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। নিহত সবু মিয়া সদর দক্ষিণ উপজেলার একবালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। র‌্যাব জানায়, শুক্রবার রাতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব ও বিজিবির পৃথক টহল টিম কাপ্তানবাজার সংলগ্ন গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাব ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সহিদুল হক (৪০) গুরুতর আহত হয়। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, সহিদুল হক ওরফে সবু একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের ২০টিসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে।
×