ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৬, ২৯ জুলাই ২০১৮

যশোরে গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ইটভাঁটির জমি দিতে রাজি না হওয়ায় মণিরামপুরে রহমতউল্লাহ (৫০) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাটা মালিকপক্ষের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ১২ জুলাই নিজ জমিতে কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। মণিরামপুরে গলায় গামছা পেঁচানো অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৪০) লাশ উদ্ধার হয়েছে। অন্যদিকে শনিবার দুপুর আড়াইটার দিকে থানা পুলিশ ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের ফাঁকা মাঠ থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা লাশটি দেখে থানায় খবর দেন। জানা গেছে, ঢাকায় হাসপাতালে মারা যাওয়া রহমতউল্লাহ খেদাপাড়া গ্রামের মৃত দিদারবক্সের ছেলে। নিহতের স্বজনরা জানান, মণিরামপুর-খেদাপাড়া সড়কের খড়িঞ্চি কোম্পানি মোড় সংলগ্ন এলাকায় ‘এমআরএম ব্রিক্স’ নামে একটি নতুন ইটভাটা স্থাপন করেন রোহিতা বিশ্বাসপাড়া এলাকার আব্দুর রাজ্জাক ও খেদাপাড়া এলাকার মকবুল হোসেন।
×