ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৮ জন গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫৪, ২৯ জুলাই ২০১৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এদিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গ্রীন রোডে সাত প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উত্তরা পশ্চিম থানার এসআই আবু তাহের জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা ৭/বি নম্বর রোডের সামনের রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত (৬৫) ওই বৃদ্ধ পথচারী। এ সময় যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতাল ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। নিহতের পরনে গোলাপী রংয়ের হাফ হাতা শার্ট ও চেক লুঙ্গি ছিল। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জন গ্রেফতার ॥ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫৯টি থানা এলাকায় অভিযান চালায় সংশ্লিষ্ট থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭৫ গ্রাম ও ১৩০ পুরিয়া হেরোইন, ১৪০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে। এদিকে শুক্রবার গভীররাতে পুরান ঢাকার চকবাজারের চম্পাতলী লেন একটি মাইক্রোবাস আটক করে ডিবির পশ্চিম বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। এ সময় মাইক্রোবাস ভেতরে থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাইক্রোবাস থেকে মাদক ব্যবসায়ী মোঃ লাল মিয়া (৫০) ও মধু মিয়াকে (৫৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া সীমান্ত এলাকা হতে অবৈধ পথে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রীন রোডে সাত প্রতিষ্ঠানকে জরিমানা ॥ শনিবার রাজধানীর গ্রীন রোডে সাত প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। এর মধ্যে আনন্দ রেস্টুরেন্টকে ১৫ হাজার, ঘরোয়া ভোজনকে ৫ হাজার, অরিশা হোটেলকে ৫ হাজার, দাওয়াত রেস্টুরেন্টকে ২০ হাজার, মিষ্টান্ন প্রতিষ্ঠান ২০ হাজার, গ্রিন ভিউ রেস্টুরেন্ট ২০ হাজার ও বেস্ট ওয়ান ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযানে সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ সদস্যরা।
×