ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিবিএস চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ

প্রকাশিত: ০৬:৫১, ২৯ জুলাই ২০১৮

সিবিএস চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ

সিবিএস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লেসলি মুনভেসের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনে শুক্রবার নিউইয়র্কার সাময়িকীতে একটি নিবন্ধ ছাপা হয়েছে। যুক্তরাষ্ট্রে সিবিএস টেলিভিশন নেটওয়ার্ক সবচেয়ে বেশি মানুষ দেখে থাকে। এএফপি। আরও একজন মিডিয়া ব্যক্তিত্ব মিটু এ্যালেগেশন্সের শিকার হলেন। সিবিএস চেয়ারম্যান মুনভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন কমপক্ষে ৬ নারী। তাদের অভিযোগ তিনি তাদেরকে ‘ভয়াবহভাবে’ চুমু দিয়েছেন। অভিযোগকারীদের অন্যতম অভিনেত্রী ইলিয়ানা বলেছেন, তার শারীরিক এ নিপীড়ন ছিল ভয়ঙ্কর। তিনি এতটাই চুমু দিয়ে লেগে থাকতেন যে তাকে আমি সরাতে পারতাম না। ওই ৬ নারীই বলেছেন, তারা তখন কথা বলতে পারেন নি। কারণ তারা মনে করেছিলেন তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। সিবিএস কর্তৃপক্ষ অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে। মুনভেসের পক্ষে একটি বিবৃতি দিয়েছে সিবিএস। বলা হয়েছে, ইলিয়ানা ডগলাসকে চুমু দেয়ার চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন মুনভেস। তবে তাকে যৌন হয়রানি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অস্বীকার করেছেন। মুনভেস (৬৮) নিউইয়র্কার সাময়িকীকে বলেছেন, অতীতে তিনি হয়তো কোন নারীকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছেন। এটা ছিল ভুল। এ জন্য তাদের কাছে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, কারও ক্যারিয়ারে ক্ষতি করা বা তাকে হয়রানি করতে কখনই আমি আমার পদের অপব্যবহার করিনি। এ খবর প্রকাশের পর সিবিএস নেটওয়ার্কের শেয়ারের দাম শুক্রবার শতকরা ৬ ভাগ পড়ে যায়। মুনভেসের বিরুদ্ধে এই ৬ নারীর অভিযোগ প্রকাশ করেছেন সাংবাদিক রোনান ফারো। তিনি হলিউড প্রযোজক হারভে উইনস্টেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রকাশ করে চলতি বছর পুলিৎজার পুরস্কার পেয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, সিবিএস বস ৬ নারীর সঙ্গে যৌন হয়রানি করেছেন। ১৯৮০ এর দশক থেকে ২০০০ এর দশকের মধ্যে এসব ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত করছে সিবিএসের দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। যেহেতু অভিযোগটি কয়েক দশক আগের তাই এ বিষয়ে তদন্ত শেষে যে সিদ্ধান্ত আসবে পরিচালনা পরিষদ তা পর্যালোচনা করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে।
×