ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১১৭ বছর বয়সে থেমে গেল জীবনের কাটা

প্রকাশিত: ০৬:২১, ২৯ জুলাই ২০১৮

১১৭ বছর বয়সে থেমে গেল জীবনের কাটা

অবশেষে ১১৭ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বেশী বয়সী মানুষ মিয়াকো শিয়ো। জাপানের রাজধানী টোকিওতে শনিবার মারা যান এই নারী। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। মিয়াকো শিয়ো ১৯০১ সালের ২২ মে জন্ম নেন। ২০১৫ সালের এপ্রিলে মিসায়ো ওকাওয়া নামের জাপানের আরেক নারী একই বয়সে মারা যাওয়ার পর মিয়াকো বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে স্বীকৃতি পান। মিয়াকো মারা যাওয়ায় বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে ১১৫ বছর বয়সী কানে তানাকার নাম এসেছে। সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে নাম এসেছে মাসাকো নোনাকার। গত বৃহস্পতিবার নোনাকার ১১৩তম জন্মদিন উদ্করা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ১১৭ বছর বয়সী মিয়াকোকে তার পরিবারের সদস্যরা উদার ও গল্পপ্রিয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি আড্ডা দিতে পছন্দ করতেন এবং তার চারপাশের মানুষদের আনন্দ দিতেন। তিনি জাপানী খাবার খেতে পছন্দ করতেন। সুশি ও ইল ছিল তার পছন্দের খাবার।-সিবিএস নিউজ অবলম্বনে।
×