ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আছিয়া বেগমের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৬:০৬, ২৯ জুলাই ২০১৮

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আছিয়া বেগমের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ মরণব্যাধি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত গৃহবধূ আছিয়া বেগমের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ২০১৭ সালের ডিসেম্বর থেকে ক্যান্সারে আক্রান্ত হন দু’ সন্তানের জননী আছিয়া বেগম (৩৮)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর শহরের পারনারায়ণপুর গ্রামের মোঃ জালাল উদ্দিনের স্ত্রী। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হলে দিশেহারা হয়ে পড়ে এই পরিবারটি। আছিয়া বেগমকে রাজধানীর মহাখালীর ক্যান্সার হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা জরুরী ভিত্তিতে চারটি কেমোথেরাপি দেয়ার পর অপারেশন করানোর পরামর্র্শ দেন। তারপর দিতে হবে রেডিও থেরাপি। সব মিলিয়ে চিকিৎসার পেছনে ব্যয় হবে তিন লাখ টাকার বেশি। কিন্তু আছিয়া বেগমের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক ভাল না। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, আছিয়া বেগমের চিকিৎসার জন্য হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭১৯৬০৮৩৩১ (বিকাশ)। আর সাহায্য দিন আছিয়া বেগমের স্বামী মোঃ জালাল উদ্দিনের এই সঞ্চয়ী হিসাবে -জনতা ব্যাংক লিঃ, পাংশা শাখা, রাজবাড়ী, হিসাব নং -১০২১০০০৯২৭। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×