ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে ৩ জেলায় চারজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৫, ২৯ জুলাই ২০১৮

বজ্রপাতে ৩ জেলায় চারজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে তিন জেলায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় দুজন এবং দিনাজপুর ও নওগাঁয় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাত ও শনিবার বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরার আশাশুনি ও কালিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। এরা হলেন আশাশুনির বুধহাটা ইউনিয়নের পাইথলী গ্রামের হরি ম-লের ছেলে উদয় কুমার ম-ল (৩৬) ও কালিগঞ্জের পশ্চিম মৌতলা গ্রামের মৃত মোকছেদ মির্জার ছেলে মির্জা শাহজান আলী (৫৫)। জানা যায়, পাইথলী গ্রামের উদয় কুমার ম-ল প্রবীর ম-লের সূর্যখালী বিলের একটি মৎস্য ঘেরে কাজ করছিল। শনিবার ভোর চারটার দিকে ঘুনি থেকে মাছ কুড়ানোর সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। পার্শ্ববর্তী ঘেরের লোকজন উদয়ের মৃতদেহ পানিতে ভাসতে দেখে তার স্বজনদের খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করেন। এদিকে, কালিগঞ্জের পশ্চিম মৌতলা গ্রামে মির্জা শাহজান আলী শুক্রবার গভীর রাতে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। দিনাজপুর ॥ শনিবার সকালে বিরলের রাজারামপুর ইউনিয়নের হাসিলাগ্রামের সাইফুল ইসলামের ছেলে দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী তারেক রহমান জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়। ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করেন। নওগাঁ ॥ শনিবার দুপুরে মান্দায় মাঠ থেকে ফেরার সময় বজ্র্রপাতে নয়ন চন্দ্র প্রামাণিক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বড়মুল্লক গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। নিহত নয়ন মৃত নন্দন চন্দ্র প্রামাণিকের ছেলে। এছাড়া বজ্রপাতে কৃষক ইদ্রিস আলী (৫৫) আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ থেকে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নয়ন চন্দ্র নিহত হন। এ সময় ইদ্রিস আলী নামে আরেক কৃষক গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×